পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভয়াবহ দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি, মৃত 3 ; আহত অন্তত 15 - Road Accident at Siliguri - ROAD ACCIDENT AT SILIGURI

Car Accident at Siliguri: বিয়েবাড়ির আনন্দ এক নিমেষে বদলে গেল পথ দুর্ঘটনায় ৷ জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল 3 জনের ৷

Road Accident
ফাঁসিদেওয়ায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 6:41 PM IST

ফাঁসিদেওয়া, 15 মে: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি । ঘটনাস্থলেই মৃত্যু তিনজনের । আহত অন্তত 15 জন । মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা পুলিশ প্রশাসনের । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্ললের কান্তিভিটা এলাকার একটি চিপস কারখানার সামনে 27 নম্বর জাতীয় সড়কে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ফাঁসিদেওয়া ব্লকের হেলাগছ গ্রামের কয়েকটি পরিবার মিলে বিহারে বিয়ের আমন্ত্রণে যোগ দিতে পণ্যবাহী চারচাকা গাড়িতে করে যাচ্ছিলেন । পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি । রাস্তার উপরই ছিটকে পড়েন আহত ও নিহতরা । ঘটনাটি দেখামাত্র স্থানীয়রা সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন ।

খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার ওসি ইফতিকার উল হাসান, ঘোষপুকুরের ওসি চিরঞ্জিৎ ঘোষ-সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । আহতদের প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আহতদের বেশিরভাগেরই পরিস্থিতি আশঙ্কাজনক । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পুলিশ উদ্ধার করেছে । এদিন দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানযটের সৃষ্টি হয় । পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুরেশ প্রধান বলেন, "পিকআপ ভ্যানে করে বিহারে বিয়ে বাড়ি যাচ্ছিল । পিছনে অনেক লোক ছিল । গাড়িটা আচমকা উলটে যায় । ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে । বাকিরাও অনেকটাই আহত হয়েছে । সবাইকে আমরা যথাসাধ্য মেডিক্যালে পাঠিয়েছি । বেশ কয়েকজন শিশুও আহত হয়েছে । তবে প্রত্যেকেই ফাঁসিদেওয়ার হেলাগছের বাসিন্দা ।"

আরও পড়ুন :

  1. বালি বোঝাই ট্রাক উলটে মৃত্যু দুই পথচারীর, আহত আরও 1
  2. ছেলের জন্মদিনের আগে দুর্ঘটনা, মৃত্যু অঙ্কুশের সহ-অভিনেতার
  3. নিয়ন্ত্রণ হারিয়ে পণ্য বোঝাই ট্রাকের ধাক্কা পুলিশ ট্রাফিক বুথে, আহত 1

ABOUT THE AUTHOR

...view details