ছাতনা, 12 অগস্ট: বেপরোয়া গতির বলি দুই পুণ্যার্থী ৷ শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে স্থানীয় মন্দিরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার কথা ছিল তাঁদের। সে মতো রবিবার রাত সাড়ে দশটা থেকে এগারো বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের ধারার জল আনতে রওনা দেন প্রায় 15 জন পুণ্যার্থী ৷ কিন্তু তার আগেই না-ফেরার দেশে পাড়ি দিতে হল মহাদেবের দুই ভক্তকে। পথ দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় ৷
মর্মান্তিক ওই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পুণ্যার্থীরা হেঁটে হাটগ্রামে ফিরছিলেন ৷ ছাতনা থানার অন্তর্গত শুশুনিয়া পাহাড়ের ধারার জল নিয়ে হাটগ্রামে যখন তাঁরা ফিরছিলেন, তখন মাঝপথে জলট্যাঙ্কের কাছে কিছুক্ষণ রাস্তার ধারে বসে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। সেই সময় একটি বেপরোয়া লরি ধাক্কা মারে ভক্তদের। রাস্তায় ছিটকে পড়েন সকলেই। দেহ ছিন্নভিন্ন হয়ে যায় ৷ চিৎকারে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসেন ৷ সঙ্গে সঙ্গে প্রত্যেককে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷