পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিহারের সশস্ত্র 4 ডাকাত-সহ 5 জন ধৃত দুর্গাপুরে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - ROBBERS ARRESTED

পাঁচজনের মধ্যে চারজন ডাকাত বিহারের ঝাঁঝার থানা এলাকার বাসিন্দা ৷ আর একজন ধৃতের উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের বাড়ি ৷ তাদের আদালতে তোলা হয়েছে ৷

robbers arrested
প্রতীকী ছবি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 16 hours ago

দুর্গাপুর, 9 জানুয়ারি: বড়সড় সাফল্য পুলিশের ৷ ডাকাতির আগেই দুর্গাপুরে গ্রেফতার পাঁচ দুষ্কৃতী ৷ ধৃতদের মধ্যে চারজন ভিনরাজ্যের সশস্ত্র কুখ্যাত ডাকাত ৷ বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল সশস্ত্র ডাকাত দল । খবর পেয়ে পৌঁছয় পুলিশ । পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে ডাকাত দল । সেসময় পুলিশ তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি । যাকে ঘিরে বুধবার রাতে হুলস্থুল পড়ে যায় দুর্গাপুর বাজার সংলগ্ন লিলুয়াবাঁধ এলাকায় । পরে কোকওভেন থানার আরও পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে ।

সশস্ত্র 5 ডাকাত গ্রেফতার (নিজস্ব ছবি)

ধৃত পাঁচ দুষ্কৃতীর মধ্যে চারজনের বাড়ি বিহারের ঝাঁঝার থানার জেমুয় এলাকায় । আর একজনের বাড়ি উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম । ধৃত কুখ্যাত দুষ্কৃতীদের নাম বিহারের রণজিৎ রবিদাস, সন্তোষ দাস, ভিকি শা, বিজয় শা ও উত্তর 24 পরগনার দীপক দাস । তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল, একটি নাইন এমএম পিস্তল ও 10 রাউন্ড কার্তুজ ।

পুলিশ সূত্রে খবর, এই ডাকাত দল বুধবার রাতে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে আসে । তারপরে সেখান থেকে ডাকাতির উদ্দেশে দুর্গাপুর স্টেশন বাজারে যায় । সেখানে ওই দুষ্কৃতী দলের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল আরেক দুষ্কৃতীর । সে না আসায় তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । গোপন সূত্রে খবর পেয়ে কোকওভেন থানার পুলিশের একটি দল সেখানে পৌঁছয় । তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি । পরে কোকওভেন থানার আরও পুলিশ পৌঁছে ওই সশস্ত্র ডাকাত দলকে গ্রেফতার করে । ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে কোকওভেন থানার পুলিশ ।

বিহারের কুখ্যাত ডাকাত গ্রেফতার দুর্গাপুরে (নিজস্ব ছবি)

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, "সদা তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । দুর্গাপুর বাজার সংলগ্ন এলাকা থেকেও পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে । দুটি আগ্নেয়াস্ত্র ও দশ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে । ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে । কী উদ্দেশ্য নিয়ে এই দুষ্কৃতী দল এখানে জমায়েত হয়েছিল, পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে ।"

ABOUT THE AUTHOR

...view details