পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এটিএম কার্ড প্রতারণা চক্রের পর্দা ফাঁস ! বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার 4

ATM Fraud: দিল্লি যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দর থেকে আটক ভিন রাজ্যের এটিএম কার্ড প্রতারণা চক্রের চারজন ৷ 129টি এটিএম কার্ড উদ্ধার হয়েছে তাঁদের কাছ থেকে ৷ চারজনকেই গ্রেফতার করেছে বাগডোগরা থানার পুলিশ ৷

ATM Fraud
এটিএম কার্ড প্রতারণা চক্র

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 4:57 PM IST

শিলিগুড়ি, 29 ফেব্রুয়ারি: এটিএম কার্ড প্রতারণা চক্রের পর্দা ফাঁস ৷ দিল্লি যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দর থেকে পাকড়াও হলেন চারজন । সিআইএসএফ জওয়ানরা তাঁদের আটক করে ৷ পরে তাঁদের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 129টি এটিএম কার্ড । ধৃতরা হলেন ইরফান আহমেদ , নঈম আলভী , মহম্মদ রাজা , গৌরব সারই । তাঁরা সকলেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরা এলাকায় ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই চক্রটি বিহার ও শিলিগুড়িতে বহুদিন ধরে প্রতারণার কাজ করছিল । এরপর বুধবার পূর্ণিয়া থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি যাওযার ছক ছিল তাঁদের । তবে বাগডোগরা বিমানবন্দরে আসতেই তাঁরা ধরা পড়ে যান ৷ বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তল্লাশি চালানোর সময় চারটি ব্যাগ থেকে ওই এটিএম কার্ডগুলি উদ্ধার করেন ।

এরপর সন্দেহ হলে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন বিমানবন্দরের সিআইএসএফ জওয়ানরা । জিজ্ঞাসাবাদের সময় ওই চারজনের কথায় অসঙ্গতি মেলে । এরপরই অভিযুক্তদের আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ৷ তাঁদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "এটিএম প্রতারণা চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । এই ঘটনায় উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে । ধৃতদের আগে কোন অপরাধের রেকর্ড রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।"

আরও পড়ুন:

  1. ফের কোটি টাকা উদ্ধার শহরে, অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে 2 জনকে গ্রেফতার ইডি'র
  2. চাকরির টোপ দিয়ে ইন্টারনেটে ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, পুলিশের জালে চার প্রতারক
  3. জেলা পুলিশ সুপারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা, গ্রেফতার 2

ABOUT THE AUTHOR

...view details