কলকাতা, 12 সেপ্টেম্বর: জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে সরকার কোনও কড়া পদক্ষেপ করলে, সিনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করবেন ৷ এমনই সিদ্ধান্তের কথা জানাল, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, সার্ভিস ডক্টর ফোরাম, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডক্টরস ফোরাম-সহ 10 টি সিনিয়র চিকিৎসক সংগঠন ৷
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও আন্দোলন নিয়ে সিনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠক (ইটিভি ভারত) এদিন সাংবাদিক বৈঠকে চিকিৎসক পুণ্যব্রত গুণ বলেন, "আমরা মনে করি, অবিলম্বে মুখ্যমন্ত্রীর তরফে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন ৷ আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে সবসময় আছি ৷ যদি জুনিয়র চিকিৎসকদের উপর কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে, তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো বড়ো পদক্ষেপ করতে ৷" তিনি আরও বলেন, "আগামী দিনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে আরও শক্তিশালী করবার জন্য আমরা অঙ্গীকার করছি ৷"
এর আগে আরজি কর হাসপাতালে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের বহু সিনিয়র অধ্যাপক-চিকিৎসকরা ৷ ওই সময় এক চিকিৎসক জানিয়েছিলেন, যদি রাজ্য সরকার কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তাহলে তাঁরা গণইস্তফা দেবেন ৷ তারপর থেকে সেই নিয়েই শোরগোল শুরু হয় ৷ এর মাঝে সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় ৷ সেই নির্দেশ অনুযায়ী মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেওয়ার কথা থাকলেও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তা করেননি ।
তারপরে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান চলছে জুনিয়র চিকিৎসকদের। এর মাঝে সাংবাদিক বৈঠক করেন সিনিয়র চিকিৎসকেরা। চিকিৎসক বলেন, পুলিশ এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরে যারা ছিলেন তাদেরকে সরিয়ে রেখে তদন্তের দাবি করেছে জুনিয়র চিকিৎসকেরা। কেবল কাজটা করার দাবি আমরা করছি না, খালি বলছি প্রশাসনিক দায়িত্ব থেকে তারা সরে দাড়ান।