পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে, বড় ঘোষণা উচ্চ শিক্ষা সংসদের - Semester System be Introduce

Higher Secondary Exam: এবার রাজ্য শিক্ষা দফতরে বড় বদল ৷ সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হবে পরীক্ষা ৷ আগামী শিক্ষা বর্ষ থেকে 6 মাস অন্তর পরীক্ষা ও ফল প্রকাশ হবে । 2025-2026 শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণিতে শুরু হবে সেমিস্টার পদ্ধতি ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 9:10 PM IST

কলকাতা, 6 মার্চ:আলোচনা চলছিল অনেক দিন ধরেই । শেষ পর্যন্ত হল পরিকল্পনার বাস্তবায়ন। রাজ্যে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে । এক নির্দেশিকায় এই ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । উচ্চ শিক্ষা সংসদের নির্দেশিকায় বলা হয়েছে, 2024-2025 শিক্ষা বর্ষ থেকেই একাদশ শ্রেণিতে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি । অর্থাৎ আগামী শিক্ষা বর্ষ থেকে 6 মাস অন্তর পরীক্ষা ও ফল প্রকাশ হবে । 2025-2026 শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণিতে শুরু হবে সেমিস্টার পদ্ধতি ।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, 2025-2026 শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকের বার্ষিক পরীক্ষা বলে কিছু থাকছে না । দুটি সেমিস্টারে পরীক্ষা ও ফল প্রকাশ হবে । দুটি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হলে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বলে বিবেচিত হবেন ছাত্র ছাত্রীরা। কেন্দ্রীয় বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনেক দিন ধরেই সেমিস্টার পদ্ধতিতে হচ্ছে । সেই পথেই এবার হাঁটছে সংসদ।

এই বিষয় দীর্ঘ সময় ধরেই আলাপ আলোচনা চলছিল । শেষে শিক্ষা মন্ত্রীর সবুজ সঙ্কেত মেলায় সিদ্ধান্ত বাস্তবায়নের পথে হাঁটল সংসদ । এর জন্য সিলেবাস তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষা মহলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে । কোনও অংশের কথায়, জীবনের বড় পরীক্ষাগুলির মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক । সেই অনুভূতি আর থাকবে না । সহজ হবে পঠন পাঠন পদ্ধতি ।
তবে শিক্ষা দফতরের এক আধিকারিকের কথায়, রাজ্যের শিক্ষানীতির অনুসারী চিন্তাভাবনার বাস্তবায়ন করা হচ্ছে । ছাত্র-ছাত্রীদের স্বার্থে এবং তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই সবটা করা । বাস্তবায়ন হলে বাকিটা বোঝা যাবে । কোথায় কী সমস্যা হচ্ছে সব দেখে প্রয়োজন অনুযায়ী সংশোধণ করা হবে । উল্লেখ্য, আগামী শিক্ষা বর্ষে অবশ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে । আগামী বছরই শেষবারের মতো বার্ষিক পরীক্ষা হবে । তারপর থেকেই লাগু হবে সেমিস্টার ব্যবস্থা।

আরও পড়ুন:

  1. ফিজিক্স নিয়ে গবেষণা করতে চায় জয়েন্টে প্রথম সাহিল
  2. 'কোনও কাজই ছোট নয়', বার্তা দিতে মেদিনীপুরে চায়ের দোকান বি-টেক উত্তীর্ণ গৃহবধূর
  3. ক্যানসার আক্রান্ত অনীশের শিক্ষার দায়িত্ব নিলেন স্কুলের প্রধান শিক্ষক

ABOUT THE AUTHOR

...view details