পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ বেলডাঙার কার্তিক লড়াই, বেনজির নিরাপত্তার ব্যবস্থা - SECURITY BEEFED UP IN MURSHIDABAD

আজ বেলডাঙার কার্তিক লড়াই দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ ৷ সেই কারণে বেনজির নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ ও প্রশাসন ৷

ETV BHARAT
আজ বেলডাঙার কার্তিক লড়াই (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 11:17 AM IST

বেলডাঙা, 17 নভেম্বর: আজ রবিবার কড়া পুলিশি নিরাপত্তায় শুরু হয়েছে বেলডাঙার প্রাচীন ঐতিহ্যবাহী কার্তিক লড়াই । নিরাপত্তা সুরক্ষিত রাখতে প্রায় এক হাজার পুলিশকর্মী মোতায়েন থাকছে । সঙ্গে থাকছে প্রচুর সিভিক ভলান্টিয়ারও । বিশেষ করে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রচুর সাদা পোশাকের মহিলা পুলিকর্মীও নজরদারি চালাবেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । একইসঙ্গে, বেলডাঙা থানার পুলিশ বিশেষ কন্ট্রোল রুম খুলে সিসিটিভিতে পুরো পরিস্থিতির উপর নজর রাখবে ।

বেলডাঙা থানার আইসি জামাল মণ্ডল বলেন, "কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুজো সম্পন্ন হয়েছে । ঐতিহ্যবাহী কার্তিক লড়াইও সুষ্ঠুভাবে সম্পন্ন করা আমাদের কাছে চ্যালেঞ্জ । বিগত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবেই মাঠে নামছে পুলিশ । পুলিশি ঘেরাটোপে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা থাকছে না ।"

কয়েকশো বছরের প্রাচীন বেলডাঙার কার্তিক লড়াই । কার্তিক লড়াই দেখতে বিভিন্ন জেলা ছাড়াও অন্য রাজ্য থেকেও লক্ষ লক্ষ মানুষ বেলডাঙায় ভিড় জমান । বেলডাঙা শহরের প্রতিটি বাড়ি আত্মীয় কুটুম্বে গিজগিজ করে এই বিশেষ দিনে । কার্তিক লড়াইয়ের দিন সকাল থেকে শহরের রাস্তার দু'পাশে দর্শনার্থীদের ঢল নামে ।

আজ সকাল 9টা থেকে 10টার মধ্যেই প্রতিমার শোভাযাত্রা রাস্তায় নামতে শুরু করে । শুরুতে ছোট আকৃতির প্রতিমাগুলি শোভাযাত্রায় অংশ নেয় । দিন যত গড়ায়, ততই 15 ফুট 20 ফুট ও 25 ফুট উচ্চতার প্রতিমাগুলি রাস্তায় বের হতে শুরু করে । 20-25 ফুট উচ্চতার প্রতিমার শোভাযাত্রার জন্য বেলডাঙা শহরে কার্তিক লড়াইয়ের দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয় । এর ফলে শহরের মানুষ প্রচুর সমস্যায় পড়েন । এবার কার্তিক লড়াইয়ের আগে বিদ্যুতের তার 25-30 ফুট উঁচুতে তুলে দেওয়া হয়েছে ।

কথা ছিল, এবার কার্তিক লড়াইয়ের দিন শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে না । প্রশাসন সূত্রে খবর, এবার পরীক্ষামূলকভাবে দেখে তা নেওয়া হবে । পরের বছর থেকে এটাই কার্যকর করা হবে । এবার প্রয়োজনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে ।
এবার প্রায় দু'শোর অধিক প্রতিমা এদিন পথে নামবে । রাত 12টা পর্যন্ত নিরঞ্জনের শোভাযাত্রা চলবে । এরজন্য শহরের বিস্তীর্ণ এলাকা এবং বিসর্জনের ঘাটগুলি জেনারেটর দিয়ে আলোকিত করে রাখা হবে ।

বেলডাঙা পুরসভা সূত্রে জানা গিয়েছে, যে রাস্তা দিয়ে কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা যাবে সেই রাস্তার পাশে খোলা নিকাশি নালাগুলি কাঠের পাটাতন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে । যাতে প্রতিমা নিয়ে যেতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কোনও বিপদ না ঘটে। বেলডাঙা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় বলেন, "কোথাও নিরাপত্তা বিঘ্নিত হবে না । সুষ্ঠু কার্তিক লড়াই সম্পন্ন করতে সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে । পুলিশ প্রশাসন ও বেলডাঙা পুরসভা একত্রিতভাবে সব দিকেই নজর রাখছে ।"

ABOUT THE AUTHOR

...view details