সন্দেশখালি, 14 ফেব্রুয়ারি: কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর ফের সন্দেশখালির নির্দিষ্ট কিছু জায়গায় নতুন করে 144 ধারা জারি করল প্রশাসন ৷ গণ্ডগোলের আশঙ্কা থেকেই প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷ সূত্রের খবর, সন্দেশখালি 2 নম্বর ব্লকের মোট সাতটি গ্রাম পঞ্চায়েতের 19টি জায়গায় 14-18 ফেব্রুয়ারি পর্যন্ত 144 ধারা জারি থাকবে ৷ নতুন করে সন্দেশখালিতে 144 জারি হতেই তৎপরতা আরও বেড়েছে প্রশাসনের ৷
বিভিন্ন জনবহুল এলাকা যেমন-ফেরিঘাট এবং সন্দেশখালির গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলি পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে ৷ যাতে বাইরের কেউ গ্রামের ভিতরে প্রবেশ করতে না পারে ৷ সেই সঙ্গে প্রশাসনের তরফে আবেদন করা হয়েছে, যে সমস্ত এলাকায় 144 ধারা জারি রয়েছে, সেখানে যেন একাধিক মানুষের জমায়েত না-হয় ৷ জমায়েত করে কেউ আইন ভাঙলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন ৷
মঙ্গলবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে অশান্ত হয়ে উঠেছিল বসিরহাট শহর ৷ তার জেরে সন্দেশখালি জুড়ে ফের গণ্ডগোলের আশঙ্কা করছে রাজ্য পুলিশ ৷ গোয়েন্দা বিভাগের রিপোর্ট হাতে পাওয়ার পরই এ নিয়ে বৈঠকে বসেন বসিরহাট পুলিশ জেলার প্রশাসনের শীর্ষ কর্তারা ৷ রাতেই বসিরহাটের এসডিও'র অফিস থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় 144 ধারা জারির বিষয়ে ৷ তবে আগের বিজ্ঞপ্তির বদল ঘটিয়ে সন্দেশখালি 2 নম্বর ব্লকের নির্দিষ্ট কিছু জায়গায় 144 ধারা বলবৎ করা হয় প্রশাসনের তরফে ৷ বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, নতুন করে সন্দেশখালি 2 নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি করা হচ্ছে ৷
প্রসঙ্গত, সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে আজ যাওয়ার কথা রয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার-সহ গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের ৷ টাকির একটি হোটেল থেকে বেরিয়ে তিনি রওনা হবেন সন্দেশখালির দিকে ৷ কিন্তু তার আগেই প্রশাসনের এই 144 ধারা জারি হওয়ায় সুকান্তর সন্দেশখালি যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হল ৷ বিজেপি নেতৃত্বের অভিযোগ, "সুকান্ত মজুমদারের সন্দেশখালি যাওয়া আটকাতেই প্রশাসন তড়িঘড়ি 144 ধারা জারি করেছে ৷ হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরও মমতার প্রশাসনের কোনও লজ্জা নেই, তা এতেই স্পষ্ট ৷" প্রশাসন যে আবারও সন্দেশখালিতে 144 ধারা প্রয়োগের তোড়জোড় শুরু করেছে, সেই আশঙ্কার কথা উঠে এসেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে ৷ এবার সেই আশঙ্কায় সত্যি হল ৷