পুরুলিয়া, 2 মে: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু । তার প্রাপ্ত নম্বর 692 ৷ তার এই সাফল্যে যারপরনাই আপ্লুত গোটা পরিবার ৷ মাধ্যমিকের ফল ঘোষণা হওয়ার পর থেকেই উৎসবের মেজাজ সাম্যপ্রিয়র বাড়িতে ৷ চলছে মিষ্টিমুখ ৷ কীভাবে এই বিরাট সাফল্য এল, তা জানিয়েছে মাধ্যমিকের দ্বিতীয় স্থানাধিকারী ৷ জানিয়েছে, নিজের নানা ভালোলাগার কথাও ৷ বড় হয়ে চিকিৎসক হতে চায় সাম্যপ্রিয়।
পুরুলিয়া শহরের বাসিন্দা সাম্যপ্রিয়র স্কুলেরই বাংলা বিষয়ের শিক্ষক তার বাবা সুনীতিপ্রিয় গুরু । মা অর্পিতা গুরু পুরুলিয়া 1নং ব্লকের গোবিন্দপুর স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষক । প্রথম দিকে চার-পাঁচ ঘণ্টা পড়াশোনা করলেও পরে দিনে 10 ঘণ্টা পর্যন্ত সে পড়ত বলে জানিয়েছে সাম্যপ্রিয়। তার পড়াশোনার ক্ষেত্রে বিশেষ সহযোগী ছিল তার মোবাইল ফোন ৷ কৃতী ছাত্রের মতে, ফোনকে সঠিক কাজে ব্যবহার করতে হবে ।
মাধ্যমিক পরীক্ষায় বাংলায় 99, ইংরেজিতে 95, অঙ্কে 99, ভৌতবিজ্ঞানে 100, জীবন বিজ্ঞানে 99, ইতিহাসে 100 ও ভূগোলেও 100-তে 100 পেয়েছে সাম্যপ্রিয় । ছেলের এই সাফল্যে খুশি বাবা-মা থেকে শুরু করে পরিবারের সব সদস্য । বাড়িতে আগত অতিথিদের মিষ্টিমুখ করাচ্ছেন তাঁরা ।