নন্দকুমার, 6 মে: ছাত্রী আবাসনে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের উপরে ৷ তাঁকে বেঁধে গ্রামে সালিশি সভা করে বিচারের চেষ্টা গ্রামবাসীদের ৷ ঘটনায় পুলিশ পৌঁছলে কাজে বাধা দেওয়ার অভিযোগ ৷ এমনকী পুলিশের উপর হামলার অভিযোগও ওঠে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার নাইকুন্ডি এলাকায়। গ্রেফতার এক শিক্ষক-সহ আটক গ্রামের দুই মাতব্বর ৷
জানা গিয়েছে, নয় বছরের এক নাবালিকা যৌন হেনস্থার অভিযোগ তোলে স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় শিক্ষককে ধরে বেঁধে এলাকার মানুষজন সালিশি সভা বসিয়ে নিজেরা বিচার করতে চেয়েছিলেন। খবর পেয়ে নন্দকুমার থানার ওসি অমিত দেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আটক করে ৷ তাঁকে গাড়িতে তুলতে গেলে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষককে তড়িঘড়ি থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের উপর চড়াও হয় গ্রামবাসীরা ।
নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নন্দকুমার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষককে গ্রেফতারের পাশাপাশি দুই পুলিশের উপর হামলাকারীকে আটক করা হয়েছে । পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার কারণে দু'জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত স্কুল শিক্ষককে আগামিকাল তমলুক আদালতে তোলা হবে।
তাঁদের অভিযোগ, নাবালিকার শ্লীলতাহানির ঘটনা সামনে আসায় সালিশি সভা করে বিচার করতে চেয়েছিলেন স্থানীয় মাতব্বররা। তাই অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে তুলতে চাননি তাঁরা । তাই পুলিশের উপর চড়াও হন তাঁরা ৷ এমনকী, পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুড়ে হামলা চালায় বলে অভিযোগ। ইট মেরে দুই পুলিশ কর্মীকে আহত করা হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।