পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরস্বতী পুজোয় এক টুকরো শান্তিনিকেতনের থিম চট্টগ্রামে - শান্তিনিকেতন

Saraswati Puja in Chittagong: দুই বাংলায় আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি, সুর, সৃষ্টি, আদর্শ। চট্টগ্রামের দেবেন্দ্র মাস্টার পাড়া বাণী অর্চনা পরিষদের উদ্যোগে 'শান্তিনিকেতনে একদিন' থিম এখন সোশাল মিডিয়ায় আকর্ষণীয় বিষয় ।

Saraswati Puja in Chittagong
সরস্বতী পুজোয় এক টুকরো শান্তিনিকেতন

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 8:08 PM IST

শান্তিনিকেতন, 13 ফেব্রুয়ারি: বাংলাদেশের চট্টগ্রামে এক টুকরো শান্তিনিকেতন । সরস্বতী পুজো মণ্ডপের থিমে উঠে এল ঐতিহ্যবাহী উপাসনা গৃহ-সহ শান্তিনিকেতনের পরিবেশ ৷ চট্টগ্রামের দেবেন্দ্র মাস্টার পাড়া বাণী অর্চনা পরিষদের উদ্যোগে 'শান্তিনিকেতনে একদিন' থিম এখন সোশাল মিডিয়ায় আকর্ষণীয় বিষয়।

দুই বাংলায় আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি, সুর, সৃষ্টি, আদর্শ । বাংলা ভাগের পর দুই বাংলার মেলবন্ধনের অন্যতম সুতো কবিগুরুর শান্তিনিকেতন । এ বার সরস্বতী পুজোয় এক টুকরো শান্তিনিকেতন তুলে ধরল বাংলাদেশ । বাংলাদেশের চট্টগ্রামের দেবেন্দ্র মাস্টার পাড়া বাণী অর্চনা পরিষদের উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে । শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী উপাসনা গৃহের আদলে তৈরি হয়েছে মণ্ডপ । উপাসনা গৃহ ছাড়াও শান্তিনিকেতনের পরিবেশ তুলে ধরা হয়েছে মণ্ডপ প্রাঙ্গণজুড়ে ৷

শান্তিনিকেতনের থিম চট্টগ্রামে

এছাড়া, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, 'আমাদের শান্তিনিকেতন'-সহ বিভিন্ন লেখনী স্থান পেয়েছে মণ্ডপ সজ্জায় ৷ এমনকী, শান্তিনিকেতন মাত্র শূন্য কিলোমিটার লেখা মাইলস্টোনও তৈরি করা হয়েছে ৷ সবমিলিয়ে উদ্যোক্তাদের থিম হল 'শান্তিনিকেতনে একদিন'। বাংলাদেশের মানুষ এই মণ্ডপে গেলেই শান্তিনিকেতনের পরিবেশ অনুভব করতে পারবেন ৷ এই মণ্ডপ তৈরি করেন শিল্পী মিঠুন শিকদার ও তাঁর সঙ্গীরা ৷

সরস্বতী পুজোয় এক টুকরো শান্তিনিকেতন

ইতিমধ্যে বিভিন্ন সোশাল নেটওয়ার্ক সাইটগুলিতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের এই পুজো মণ্ডপের থিমটি । যা নিয়ে মানুষজনের উৎসাহ তুঙ্গে ৷ বিশেষ করে আপ্লুত হয়ে বোলপুর-শান্তিনিকেতনের মানুষজন এই মণ্ডপের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করেছেন ৷

উল্লেখ্য, গতবছর সেপ্টেম্বরে শান্তিনিকেতনের মাথায় উঠেছে বিশ্ব ঐতিহ্যের পালক ৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্বের ঐতিহ্যবাহী স্থান' তকমা দিয়েছে ইউনেসকো ।

আরও পড়ুন:

  1. টোটোর দৌরাত্ম্যে খোয়া যেতে পারে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা, আশঙ্কায় শান্তিনিকেতন
  2. 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমায় উৎসব মুখর শান্তিনিকেতন, উচ্ছ্বসিত ঠাকুর পরিবার
  3. ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে 'শব্দদানব' ডিজে'র দৌরাত্ম্য, গ্রেফতার শিল্পী-সহ 7

ABOUT THE AUTHOR

...view details