পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তালিবানি কায়দায় সন্দেশখালিতে তৃণমূল সন্ত্রাস চালিয়েছে, আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী নাকভির - Sandeshkhali

Mukhtar Abbas Naqvi Press Meet: লোকসভা ভোটের আগে বিজেপি সদস্যদের উৎসাহিত করতে কৃষ্ণনগরে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি ৷ সেখানে তিনি সন্দেশখালির ঘটনাকে তালিবানি ঘটনার সঙ্গে তুলনা করেন ৷

Etv Bharat
কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 6:33 PM IST

Updated : Mar 10, 2024, 8:02 PM IST

সাংবাদিক সম্মেলনে মুক্তার আব্বাস নাকভি

নদিয়া, 10 মার্চ: তালিবানি কায়দায় তৃণমূল সন্দেশখালিতে সন্ত্রাস চালিয়েছে। যারা সন্ত্রাস চালিয়েছে তাদের উৎসাহ যুগিয়েছে এই সরকার। রবিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির কেন্দ্রীয় নেতা মুক্তার আব্বাস নাকভির।

কৃষ্ণনগরে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতা সেই সঙ্গে সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, "এর আগে হয় রিমোট কন্ট্রোলের সরকার চলেছে না হয় রোবট দিয়ে সরকার চালানো হয়েছে। গত দশ বছর ধরে এমন একটি সরকার চলছে যাদের রোবট কিংবা রিমোট কিছুই নেই। নিজের শক্তিতে তৃতীয়বারের জন্য সরকারে আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি।" এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী তোলেন সন্দেশখালির প্রসঙ্গ ৷ বলেন, "সন্দেশখালির ঘটনা তালিবানি অপরাধ ৷ গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস সরকারের সহযোগিতা ছিল ৷ সত্যিটা সকলের সামনে চলে এসেছে ৷"

কেন্দ্রীয়মন্ত্রী দীর্ঘদিন ধরে বিজেপির সাংসদ ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে দায়িত্ব পালন করেছেন। লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণনগর কেন্দ্রকে পাখির চোখ করে লড়াইয়ে নামছে বিজেপি। মূলত কর্মীদের আরও উৎসাহ বাড়াতে এদিন তিনি কৃষ্ণনগরে আসেন। একটি সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন, "বিজেপি একমাত্র দল যেখানে নরেন্দ্র মোদির নেতৃত্বে দিনে গোটা দেশজুড়ে উন্নয়নের জোয়ার চলছে। কমিউনিস্ট পার্টি এবং তৃণমূল কংগ্রেস এরা সবাই ভাওতাবাজির দল।" উল্লেখ্য ইতিমধ্যেই নদিয়ার দুই লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। কৃষ্ণনগর কেন্দ্রে গতবারের জয়ী প্রার্থী মহুয়া মৈত্রের উপর আস্থা রেখেছে তৃণমূল। মহুয়া মৈত্র সাংসদ পথ খারিজ হওয়ার পর রাজনৈতিক বিতর্কে সৃষ্টি হয়েছিল।

জল্পনা হচ্ছিল তিনি আবারো লোকসভার টিকিট পাবেন কি না। অন্যদিকে সদ্য বিজেপি থেকে আশা বিধায়ক মুকুটমনি অধিকারীকে রানাঘাটের লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল। দিন কয়েকের মধ্যেই লোকসভা ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে রানাঘাট কেন্দ্র বিজেপির দখলে থাকলেও কৃষ্ণনগর ছিল তৃণমূলের দখলে। সেই কারণেই কৃষ্ণনগরকে পাখির চোখ করে রাস্তায় নামছে বিজেপি। কিছুদিন আগেই দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জনসভা করে গিয়েছেন কৃষ্ণনগরে। শুধু তাই নয়, বেশ কয়েক মাস ধরেই রাজ্য নেতৃত্বরা একাধিকবার কৃষ্ণনগরে বিজেপি কর্মীদের সঙ্গে বিভিন্ন বৈঠক করেছে তাঁদের উৎসাহ বাড়াতে।

Last Updated : Mar 10, 2024, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details