গঙ্গাসাগর, 21 অক্টোবর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা ৷ আছড়ে পড়তে পারে উপকূল তীরবর্তী এলাকায় ৷ এই অবস্থায় আতঙ্কে রাতের ঘুম উড়েছে সাগরদ্বীপের বাসিন্দাদের । ইতিমধ্যেই সাগরের ব্লক প্রশাসনের পক্ষ থেকে উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করার কাজ শুরু হয়ে গিয়েছে । মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
সাগরদ্বীপের বাসিন্দা সাথী মিত্র বলেন, "সাগরদ্বীপের চারদিকে নদী এবং সমুদ্র বিস্তৃত এলাকা । সাগরদ্বীপের সব নদী বাঁধগুলির বেহাল দশা । প্রশাসনের পক্ষ থেকে কোনওরকম মেরামতির কাজ হয়নি । এবার জানি না, এই ঘূর্ণিঝড় যদি সাগরদ্বীপের কাছে আছড়ে পড়ে, তাহলে আমাদের কী অবস্থা হবে । আমরা কোথায় গিয়ে থাকব, তা নিয়ে চিন্তা বেড়েছে আমাদের ৷ এছাড়াও ঘূর্ণিঝড় এলে সাগরদ্বীপের চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে ।"
ঘূর্ণিঝড়ে চাষে ক্ষতির আশঙ্কা (ইটিভি ভারত) আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ এবং তার জেরে সৃষ্টি হবে ঘূর্ণাবর্ত । এই ঘূর্ণাবর্তর প্রভাবে দক্ষিণ 24 পরগনা-সহ রাজ্যের বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস । এর ফলে কালীপুজোর আগে ভাসতে চলেছে বাংলা ৷ ঘূর্ণিঝড় দানার গতিবেগ ঘণ্টায় 100 থেকে 120 কিলোমিটার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
সাগরে প্রশাসনের তরফে চলছে মাইকিং (নিজস্ব ছবি) ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাঁচতে আগাম সতর্কতা নিতে শুরু করেছে প্রশাসন ৷ গঙ্গাসাগরের কচুবেড়িয়া ফেরিঘাটে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না-যাওয়ার জন্য সতর্কীকরণ বার্তা দিচ্ছেন । যে সকল মৎস্যজীবী গভীর সমুদ্রে ইতিমধ্যে মাছ ধরতে গিয়েছেন, তাঁদেরকেও অবিলম্বে বন্দরে নিরাপদে ফিরে আসার জন্য নির্দেশ জারি করেছে মৎস্য দফতর । এছাড়া নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র ও নদী উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ৷ সেই জন্য ফেরিঘাটগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ।
বাড়ি গিয়েও বোঝানো হচ্ছে বাসিন্দাদের (নিজস্ব ছবি) সাগর ব্লকের মধ্যে ছোট্ট একটি দ্বীপ ঘোড়ামারা । ঘূর্ণিঝড় আছড়ে পড়লে ঘোড়ামারা দ্বীপের অবস্থা খুবই শোচনীয় হবে । তাই ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসী এবং উপকূল তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদে উঁচু জায়গায় কিংবা বন্যা ত্রাণশিবিরে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে । ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রাখা হচ্ছে বিভিন্ন ত্রাণশিবির ৷ খুলে দেওয়া হয়েছে এলাকার বেশকিছু স্কুল । মজুত রাখা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল এবং শুকনো খাবার । চিকিৎসকদের একটি বিশেষ দলকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ জারি করা হয়েছে । সব মিলিয়ে দানার আতঙ্কে কাবু সাগরদ্বীপের বাসিন্দারা ।