সোনারপুর, 30 মে:রেশন দুর্নীতিতে নাম জড়ানোয় অস্বস্তির মুখে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । এবার ঋতুপর্ণার পাশে দাঁড়ালেন সতীর্থ সায়নী ঘোষ ৷ যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোনারপুরের বনহুগলিতে একটি জনসভায় যোগ দিতে এসেছিলেন বৃহস্পতিবার ৷ সেখানে অভিনেত্রী বলেন, "ঋতুদিকে তলব বিরোধীদের চক্রান্ত হতেই পারে । কারণ ইডি কখন কী করে তা সব থেকে ভালো বিরোধীরা জানে । ঋতুদিকে এর আগেও অনেকবার 'গ্রিল' করা হয়েছে । কিন্তু তিনি খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলেছেন । আমি আশা করব এবারেও তা-ই হবে ।"
এর আগেও একাধিকবার 'এজেন্সি রাজনীতি' ইস্যুতে সরব হয়েছেন রাজ্যের শাসকদলের নেতারা । তাঁদের দাবি ছিল, ইডি ও সিবিআইয়ের মতো এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি । যদিও সেই দাবি খারিজ করে দিয়েছিলেন বিজেপি নেতারা । এ দিন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে প্রচারে আসেন বলিউড অভিনেতা ও শাসকদলের নেতা শত্রুঘ্ন সিনহা । ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব প্রসঙ্গে তিনি আরও একবার বিজেপির দিকে তোপ দাগেন ৷ তিনি বলেন, "ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অপব্যবহার করা হচ্ছে ৷ কেন্দ্রের শাসকদল এটা করছে ৷ ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে ইচ্ছাকৃতভাবে মানুষের উপর আক্রমণ করা হচ্ছে ৷ ভোটে দেশের জনতা এর জবাব দেবে ৷"
আরও পড়ুন:রেশন দুর্নীতি কাণ্ডে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডি'র