কলকাতা, 23 অক্টোবর: প্রতি বছরের মতো এ বছরও দুর্গাপুজো উপলক্ষে অভিনেতাদের উপঢৌকন পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উপহার পেয়েছেন রূপাঞ্জনা মিত্রও । তাঁকে নীল পাড়ওয়ালা ছাই রঙের শাড়ি আর মেরুন পাঞ্জাবি পাঠিয়েছেন মমতা । সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী ৷ তার পর থেকেই তাঁকে নেট নাগরিকদের একাংশের রোষের মুখে পড়তে হয়েছে ৷ নিজেই সে কথা জানিয়ে রূপাঞ্জনা লিখেছেন, "নতুন নামকরণ হল আমার । নীরবে চটিচাটা ।"
মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে রূপাঞ্জনা লিখেছিলেন, "2007 থেকে আপনাকে লড়াইয়ের ময়দানে দেখেছি, তখন স্বল্প বয়স আমারও । তাই আবেগের সুনামিতে আমিও গা ভাসিয়েছিলাম । তারপর একটা গোটা দশক অনেক কিছু শুনলাম, দেখলাম, বুঝলাম..জানার ইচ্ছে আরও বাড়ল বলেই কিছু বছর রাজনীতির সঙ্গে ছিলাম, অব্যশই এক অন্য দলে...। প্রথম দিন আমাদের বলা হয়েছিল আপনাকে, আপনার নাম সম্মানকে অ্যাটাক করতে, কারণ আপনার নামটাই তাদের কাছে থ্রেট ! আপনাকে আর আপনার নামকে অ্যাটাক করতে পারিনি বলে নিজে ছেড়ে দিলাম দল ।" উল্লেখ্য, একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা ৷
মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি আরও লেখেন, "আপনার কাছে শুধু একটাই আবেদন, আপনি আরও সংবেদনশীল হোন, যাতে আমাদের পুরনো দিদিকে আমরা ফিরে পাই । আপনার কাছে অনেকে পৌঁছতে চেয়েও পারে না, কারণ কিছু মধ্যেখানের সিলেক্টেড/ইলেক্টেড অল্ডারম্যানদের মতো বিশেষ লোকজনদের জন্য, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আপনার কাছে মানুষের কথা পৌঁছতে দেয় না বা হয়তো কোনওভাবে পৌঁছনো যায় না অনেক দরকারি বিষয়ে...। আপনার পক্ষে সব জানা সম্ভব হয় না । কিন্তু আপনাকে দায় নিতে হবে সবের, তাই একজন এই রাজ্যের এবং এই দেশের নাগরিক হয়ে আপনার কাছে অনুরোধ রাখলাম, আপনি নিজে হাত বাড়িয়ে দিন যাতে আপনার সঙ্গে মানববন্ধন আরও শক্তিশালী হয় ।" এরপর মুখ্যমন্ত্রীকে প্রণাম ও শুভ বিজয়ার শুভেচ্ছা জানান রূপাঞ্জনা ।
প্রসঙ্গত, অভয়ার বিচার, থ্রেট কালচারের বিরোধিতায় সরব হয়েছেন রূপাঞ্জনা মিত্র । হেঁটেছেন মিছিলে । তুলেছেন প্রতিবাদী কণ্ঠ । প্রশ্ন তুলেছেন সরকারের ভূমিকা নিয়েও । অন্যদিকে খোলা চিঠিতে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে সংবেদনশীল হতেও আর্জি জানালেন তিনি । তাঁর কাছে না পৌঁছতে পারার কারণও খোলা চিঠিতে লিখেছেন অভিনেত্রী । তবে তাঁর চিঠিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া কোনও কথা লেখেননি তিনি ৷
এই পোস্টটি করার পর থেকেই সামাজিক মাধ্যমে তাঁর কমেন্ট বক্স ভরিয়ে তুলেছেন নেট নাগরিকেরা । মিলেছে মিশ্র প্রতিক্রিয়া ৷ এমনকি 'নীরবে চটিচাটা' তকমাও দেওয়া হয়েছে অভিনেত্রীকে । জনৈক ব্যক্তি লিখেছেন, "এত সুন্দর উপহার পেয়েছেন একটু ক্রক্সের চটিটা না চাটলে চলে ?? চটি চটতে চাটতে পা-টা ভুল করে চেটে ফেলবেন না, লালায় লালায় পায়ে হাজা হয়ে যেতে পারে ।"