কলকাতা, 6 মে: আইসিএসসি তে 99.7 শতাংশ নম্বর পেয়ে সাংবাদিক হতে চায় বাংলার রীতিশা । তার প্রিয় বিষয় ইতিহাস। একাদশ-দ্বাদশে তার বিষয় ছিল হিউম্যানিটিজ। বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী তিনি। নিজের স্কুলে প্রথম স্থান অধিকার করেছেন রীতিশা । তাঁর ঘুরতে যাওয়ার প্রিয় জায়গা ইতিহাসে ভরা প্যারিস। ভবিষ্যতে ইতিহাস নিয়ে পড়াশোনা করে সাংবাদিক হতে চান রীতিশা ৷
তিনি জানান, ছোট থেকেই সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল। বাড়ির কেউই আগে এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু লেখা এবং পড়ার প্রতি ঝোঁকের কারণেই এই পেশা বেছে নিতে চান ৷ নিয়মিত নজর রাখেন দেশ-বিদেশের নানা সংবাদমাধ্যমের খবরে ৷ নজর রাখেন বর্তমান অবস্থার দিকেও। অপরদিকে লা মার্টিনিয়র ফর বয়েজ স্কুলে 99 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছেন অরুণাভ আগরওয়াল। তার বিষয় ছিল বিজ্ঞান। ভবিষ্যতে তিনি কম্পিউটার সাইন্স নিয়ে এগোতে চান। তাঁর প্রিয় বিষয় হল কোডিং। তাই ফাঁকা সময় পেলেই কম্পিউটার নিয়ে সময় কাটানোই বিশেষ পছন্দ। অরুণাভ বলেন, "মোবাইলের প্রতি আমার আসক্তি রয়েছে। তবে আমি মোবাইলকে মূলত ব্যবহার করি টেকনোলজির স্বার্থে। আমি টেকনোলজি নিয়ে কাজ করতে খুব ভালোবাসি। তাই কোডিং-সহ নতুন কী আসছে, নতুন ভাবে কী করা যায়, তা নিয়েই আমার ভাবনাচিন্তা।"
আইসিএসই-র মতো আইএসসিতেও কোনও মেধা তালিকা পাওয়া যায়নি। তবে সার্বিকভাবে পশ্চিমবাংলার ফলাফল বেশ ভালো। আইএসসি পরীক্ষায় পাশের হার 97.80 শতাংশ ৷ লা মার্টিনিয়র ফর গার্লসের সর্বোচ্চ নম্বর 99.4 শতাংশ। মর্ডান হাইস্কুলের সর্বোচ্চ নম্বর 99.25 শতাংশ। দ্য হেরিটেজ স্কুলের পড়ুয়ারা পেয়েছেন 99 শতাংশ নম্বর। রামমোহন মিশন স্কুলের ঈশানি পাণ্ডা প্রথম হয়েছেন যার প্রাপ্ত নম্বর 96.25 শতাংশ। এছাড়াও আইএসসি পরীক্ষায় পার্ক সার্কাস ডন বস্কো স্কুলের সর্বোচ্চ নম্বর হল 98.25 শতাংশ, যা পেয়েছেন দু'জন। তার মধ্যে একজন হলেন অর্ণব দত্ত অপরজন ধ্রুব শাহু। লা মার্টিনিয়র ফর গার্লসের যে পড়ুয়া প্রথম হয়েছেন তাঁরা নাম রিভিয়া শরাফ ৷ যাঁর প্রাপ্ত নম্বর 99.75 শতাংশ ৷