পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূলের ঋতব্রত - RITABRATA BANERJEE WINS UNOPPOSED

মনোনয়নের শেষ দিনে দ্বিতীয় কোনও আবেদন জমা পড়েনি ৷ জহর সরকারের পদত্যাগের পর রাজ্যসভায় যাচ্ছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷

RITABRATA BANERJEE WINS UNOPPOSED
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ ঘোষিত হলেন তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

কলকাতা, 13 ডিসেম্বর: শুক্রবার রাজ্যসভার একমাত্র খালি পদে মনোনয়ন পেশের শেষদিন ছিল ৷ কিন্তু, দ্বিতীয় কোনও মনোনয়ন জমা না-পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ৷ এ দিন রাজ্য বিধানসভায় গিয়ে শংসাপত্র গ্রহণ করেন তিনি ৷

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন আইএএস জহর সরকার ৷ ফলে রাজ্য থেকে সংসদের উচ্চকক্ষের একটি আসন ফাঁকা হয়ে যায় ৷ সেই খালি আসনে তৃণমূলর সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেন ৷

বিধানসভায় রাজ্যসভার সাংসদ নির্বাচনে জয়ের শংসাপত্র গ্রহণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

যেহেতু এই আসনটি শাসকদলেরই ছিল ৷ ফলে নির্বাচন হলেও, ঋতব্রতর জয় একপ্রকার নিশ্চিত ছিল ৷ কিন্তু, ঋতব্রতর বিপক্ষে কোনও মনোনয়ন জমাই পড়েনি ৷ ফলে এ দিন তাঁকে জয়ী ঘোষণা করা হয় রাজ্য বিধানসভা থেকে ৷ ঋতব্রতর হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয়েছে ৷ শংসাপত্র নেওয়ার সময় ঋতব্রতর সঙ্গে ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ তথা বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ ৷

তৃণমূল কংগ্রেসের তরফে ঋতব্রতকে অভিনন্দন জানানো হয়েছে এক্স হ্যান্ডেলে ৷ সেখানে লেখা হয়েছে, "রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অনেক অভিনন্দন ৷ জনসেবায় তাঁর নিজেকে সঁপে দেওয়ার যে গুণ, তা সংসদীয় কার্যক্রমকে আরও তরান্বিত করবে ৷"

এ দিন ঋতব্রত বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতমস্তকে ধন্যবাদ জানাই ৷ তিনি যখন আমার নাম ঘোষণা করেছিলেন, তখন আমি রবীন্দ্রনাথের ভাষা ধার করেই বলেছিলাম,'তব চরণে নত মাথা' ৷ তিনি যে ভরসা দেখিয়েছেন, সেই ভরসার দাম রাখবার চেষ্টা করব ৷ যে দায়িত্ব তিনি দেবেন, তা পালনে সচেষ্ট থাকব ৷"

উল্লেখ্য, এর আগে সিপিআইএমে থাকাকালীন রাজ্যসভার সাংসদ হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ঋতব্রতকে বহিষ্কার করে সিপিআইএম ৷ এরপর নির্দল হিসেবে রাজ্যসভায় গিয়েছিলেন তিনি ৷ এবার সরাসরি তৃণমূলের সাংসদ হিসেবে রাজ্যসভায় গেলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details