পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খাস কলকাতায় স্কুলে যাওয়ার পথে রিকশাচালক 'কাকু'র লালসার শিকার নাবালিকা - Minor Sexually Abused - MINOR SEXUALLY ABUSED

Minor Sexually Abused in Kolkata: স্কুলে যাওয়ার পথে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ রিকশাচালক 'কাকু'র বিরুদ্ধে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ৷

Minor Sexually Abused
প্রতীকী ছবি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 5:50 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: রোজের মতো রিকশা করে স্কুলে যাচ্ছিল নাবালিকা ৷ সেই সময় রিকশায় বসিয়ে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে ৷ ঘটনার পরই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত 58 বছরের রিকশাচালককে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে গার্ডেনরিচ থানা এলাকায় ৷

জানা গিয়েছে, ধৃতের বাড়ি মেটিয়াব্রুজ এলাকায় ৷ ওই রিকশায় করে প্রতিদিনই স্কুলে যেত নাবালিকা ৷ সেই মতো শনিবারও সকালে স্কুলে যাওয়ার জন্য রিকশায় চাপে সে ৷ বাঁধা বড়তলা থেকে নট বেহারি মোড়ের দিকে স্কুলে যাচ্ছিল নাবালিকা । অভিযোগ, তখন রাস্তায় রিকশা থামিয়ে ওই প্রৌঢ় যৌন নির্যাতন করেন 10 বছরের ওই ছাত্রীকে । বিষয়টি যাতে বাড়িতে না-বলে, সেজন্য ছাত্রীটিকে ভয় দেখানো হয় বলেও অভিযোগ ।

তবুও ছাত্রীটি গোটা ঘটনার কথা বাড়িতে জানায় ৷ এরপরই ছাত্রীর পরিবারে তরফ থেকে স্থানীয় গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয় । ঘটনার তদন্ত নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ৷ সেখান থেকে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয় । তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্য়ায় সংহিতার 75 (2) ধারায় মামলা দায়ের করা হয়েছে । এছাড়াও পকসো আইনেও মামলার রুজু করেছে পুলিশ । পুলিশ ধৃতকে জেরা করে ঘটনার বিষয়ে সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা করছে ৷

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ঘটনার খবর পাওয়া মাত্রই অভিযুক্ত রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে ৷ তার বাড়ি মেটিয়াব্রুজ এলাকায় । প্রায় প্রতিদিনই ওই ছাত্রীকে এই রিকশাচালক স্কুলে নিয়ে যেত । শনিবার সে নাবালিকাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ করেছেন মেয়েটির বাবা ৷ তদন্তের স্বার্থে আমরা ধৃতের নাম এখনও প্রকাশ্যে আনছি না ।"

আরজি কর-কাণ্ডের ধর্ষণ ও খুনের অভিযোগে বিচারের দাবিতে তোলপাড় রাজ্য ৷ এই আবহে ফের শহরে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৷ 10 বছরের ছোট্ট মেয়েকে রিকশাচালক 'কাকু'র লালসার শিকার হতে হল ৷

ABOUT THE AUTHOR

...view details