পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সঞ্জয়কে জেলের ভেতর মেরে ফেলা হতে পারে, আশঙ্কা প্রকাশ সেলিমের - MD SALIM

মহম্মদ সেলিমের মন্তব্য, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন ওপেন এন্ড শাট কেস ৷ সেজন্য সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করেছেন ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এনকাউন্টারে মেরে ফেলতে ৷

CPM Conference
জেলা সম্মেলনে সঞ্জয় রায়কে নিয়ে মন্তব্য মহম্মদ সেলিমের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 7:50 PM IST

শিলিগুড়ি, 24 জানুয়ারি: আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুন কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে জেলের ভেতর মেরে ফেলা হতে পারে । এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । শুক্রবার দার্জিলিং জেলা সিপিএমের 24তম জেলা সম্মেলনে যোগ দিতে এসে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি । আর তার এই মন্তব্যের পরই রাজনৈতিকমহলে জোর বিতর্ক ছড়িয়েছে ।

এ দিনের এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক, আহ্বায়ক জীবেশ সরকার-সহ অন্যান্যরা । এদিন সম্মেলনের পর আদিবাসীদের সঙ্গে আদিবাসী নাচেও পা মেলাতে দেখা যায় মহম্মদ সেলিমকে । সম্মেলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের সাজার প্রসঙ্গে মন্তব্য করেন তিনি ৷

সঞ্জয়কে মেরে ফেলার আশঙ্কা প্রকাশ সেলিমের (ইটিভি ভারত)

মহম্মদ সেলিম বলেন, "আমরা বললাম চোর ধর । আর রাজ্য সরকার আর সিবিআই চোর পুলিশ খেলা শুরু করে দিল । আমরা বলেছিলাম গণধর্ষণ হয়েছে । সেজন্য বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছিলাম । আর মুখ্যমন্ত্রীর আক্ষেপ যে দোষীর ফাঁসি হল না, তার কারণ তিনি চেয়েছিলেন ওপেন এন্ড শাট কেস । আর ভাইপোও তাই চেয়েছিল যে, এনকাউন্টারে মেরে ফেলতে । এখনও জেলে মেরে ফেলে দিতে পারে । এর জন্য সজাগ থাকতে হবে ।"

তিনি আরও বলেন, "তারা ভেবেছিল না রহেগা বাঁশ, না বাজেগি বাঁশুরি । একজনকে যদি খুন করে দেওয়া যায়, তাহলে সব বন্ধ হয়ে যাবে । কিন্তু সেটা হয়নি । একা সঞ্জয়কে বাঁচানোর জন্য তো গোটা রাজ্য, স্বাস্থ্য দফতর, পুলিশ কমিশনার নেমে পড়েনি । এতো কোটি টাকা খরচ করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করতে হয়নি । তাহলে নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায় ৷ সেই কালোটাই এখন বের কর‍তে হবে ।"

সিপিএমের 24তম দার্জিলিং জেলা সম্মেলন (নিজস্ব ছবি)

অন্যদিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওয়ার বিষয়ে মহম্মদ সেলিম বলেন, "ইয়েতো আনা যানা লাগা রাহেগা । কে বিজেপি, কে তৃণমূল উত্তরবঙ্গে । আজকে যে বিজেপি, কাল সে তৃণমূল । ঝান্ডার রংটা আলাদা ৷ কিন্তু দু'জনের ঢংটা একই । লুট করো, মানুষকে ভাগ করো আর রাজত্ব করো । এজন্য আমরা বললাম, এ ফুলের বিরুদ্ধে ওই ফুল নয়, আর ওই ফুলের বিরুদ্ধে এই ফুল নয় । দুই ফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল বানাচ্ছে ।"

শেষে আদিবাসীদের সঙ্গে নাচার প্রসঙ্গে তিনি বলেন, "আমাকে দেখে মনে হল আমি নতুন নাচছি । মোদি আর মমতা আদিবাসীদের নাচাচ্ছে, আর আমি তাদের সঙ্গে নাচছি ।"

ABOUT THE AUTHOR

...view details