শিলিগুড়ি, 24 জানুয়ারি: আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুন কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে জেলের ভেতর মেরে ফেলা হতে পারে । এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । শুক্রবার দার্জিলিং জেলা সিপিএমের 24তম জেলা সম্মেলনে যোগ দিতে এসে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি । আর তার এই মন্তব্যের পরই রাজনৈতিকমহলে জোর বিতর্ক ছড়িয়েছে ।
এ দিনের এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক, আহ্বায়ক জীবেশ সরকার-সহ অন্যান্যরা । এদিন সম্মেলনের পর আদিবাসীদের সঙ্গে আদিবাসী নাচেও পা মেলাতে দেখা যায় মহম্মদ সেলিমকে । সম্মেলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের সাজার প্রসঙ্গে মন্তব্য করেন তিনি ৷
মহম্মদ সেলিম বলেন, "আমরা বললাম চোর ধর । আর রাজ্য সরকার আর সিবিআই চোর পুলিশ খেলা শুরু করে দিল । আমরা বলেছিলাম গণধর্ষণ হয়েছে । সেজন্য বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছিলাম । আর মুখ্যমন্ত্রীর আক্ষেপ যে দোষীর ফাঁসি হল না, তার কারণ তিনি চেয়েছিলেন ওপেন এন্ড শাট কেস । আর ভাইপোও তাই চেয়েছিল যে, এনকাউন্টারে মেরে ফেলতে । এখনও জেলে মেরে ফেলে দিতে পারে । এর জন্য সজাগ থাকতে হবে ।"