পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্য অর্থপেডিক অ্যাসোসিয়েশনে, বাতিল সদস্যপদ - RG Kar doctor Rape and murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Rape And Murder Case: আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য অর্থপেডিক অ্যাসোসিয়েশন। আপাতত অর্থপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানারে কোনও কাজ করতে পারবেন না তিনি ৷

Dr Sandip Ghosh, RG KAR DOCTOR RAPE AND MURDER
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 8:35 AM IST

কলকাতা, 18 অগস্ট: এবার আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য অর্থপেডিক অ্যাসোসিয়েশন। বাতিল করে দেওয়া হল তার সদস্যপদ। যতদিন না নির্দোষ প্রমাণিত হচ্ছেন তিনি, ততদিন পর্যন্ত তাঁর সদস্যপদ বাতিল করা হল। ফলে, এই সিদ্ধান্তের পর আরজি কর কাণ্ডে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত রাজ্য অর্থপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানারে কোনও কাজ করতে পারবেন না এই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর পাশাপাশি আরজি কর কাণ্ডে তাঁর অবস্থান কী? আগামী 30 দিনের মধ্যে এই প্রশ্নের জবাব চাইলো চিকিৎসক সংগঠন।

অপরদিকে, শুক্রবার আচমকাই সন্দীপ ঘোষকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় সিবিআই। সেখানে প্রায় গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়ে তাঁকে । এরপর শনিবার ফের সিজিও কমপ্লেসে যান আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ । প্রায় 13 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এমনকি রবিবারও তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে ।

আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সদস্যপদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন (ইটিভি ভারত)

প্রসঙ্গত, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা পডুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই দেশজড়ুে শুরু হয়েছে আন্দোলন। হাসপাতাল চত্বরে শুরু থেকেই আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের প্রথম থেকেই দাবি ছিল, সন্দীপ ঘোষকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। এর পাশাপাশি, তাঁর পদত্যাগের দাবিও করেছিলেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা । যদিও, গত সোমবার নিজের পদত্যাগের কথা জানিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ। তবে ওই দিন রাতেই স্বাস্থ্য ভবন তাঁর পদত্যাগ পত্র গ্রহণ না করে সন্দীপ ঘোষকে স্থানান্তরিত করে দেয় ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিন্তু, কলকাতা হাইকোর্টের আদেশে অনির্দিষ্টকালের জন্য বর্তমানে ছুটিতে আছেন তিনি । তবে, এর মাঝেই তাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে ।

ABOUT THE AUTHOR

...view details