দুর্গাপুর, 31 জুলাই: প্রায় এক কিলোমিটার কোনও রাস্তাই নেই। নেই কোনও আলোর ব্যবস্থাও ৷ কোনও পাকা রাস্তা না থাকায় বর্ষায় কার্যত নাভিশ্বাস ওঠে এলাকাবসীর। কাদা রাস্তা হয়েই এলাকার মানুষদের পানীয় জল আনতে হয় অনেক দূর থেকে। আর এলাকায় আলোর অভাবে অন্ধকার নামলেই বাড়িতে ঢুকে পড়ে সাপ-ব্যাঙ। আর এবার পাকা রাস্তার দাবিতে বিক্ষোভে সরব হলেন স্থানীয় বাসিন্দারা ৷
কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া থেকে বেসরকারি কলেজ মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা আজও কাঁচা। প্রায় কয়েকশো মানুষের বসবাস। কিন্তু কোনও রাস্তা না থাকার কেউ অসুস্থ হলে রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও ভোট পেরোতেই চুপ করে গিয়েছেন নির্বাচিত সদস্যরা। আর পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তুলে বুধবার সকালে কাদা রাস্তায় দাঁড়িয়েই বিক্ষোভে নামলো এলাকাবাসীরা। বিক্ষোভের জেরে মৃদু উত্তেজনাও ছড়ায় এলাকায়। এরপরই অবশ্য দ্রুত পাকা রাস্তার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। পালটা শাসকের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরাও।