কলকাতা, 5 ফেব্রুয়ারি: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর দিনেই একাধিক বিনিয়োগের প্রস্তাব ৷ এই দশক শেষে রাজ্যে 50 হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ পাশাপাশি আগামী কয়েক বছরে বাংলায় 10 হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে ঘোষণা করেছেন আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ৷ এদিন আম্বানি-গোয়েঙ্কা থেকে শুরু করে ভুটানের মন্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ প্রত্যেকের মুখেই শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ৷
বুধবার ঠিক দুপুর দুটো নাগাদ নিউটাউনে শুরু হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মূল অনুষ্ঠান । এদিন একে একে বক্তব্য রাখেন আইটিসির চেয়ারম্যান সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, ভুটানের মন্ত্রী ইয়নটেন ফুনসুক, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়, ফিকির চেয়ারম্যান হর্ষবর্ধন আগরওয়াল, জিন্দাল গোষ্ঠীর সজ্জন জিন্দাল, মুকেশ আম্বানি-সহ অন্যান্য আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷
এদিন মুকেশ আম্বানি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অর্থনীতি ও বাণিজ্যে নবজাগরণ দেখছে বাংলা । তাঁর কথায়, "2016 সালে বাংলায় বিনিয়োগ ছিল 2 হাজার কোটি ৷ 10 বছর পরে এখন 50 হাজার কোটি ৷ এই দশকের শেষ নাগাদ আরও 50 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে । আমাদের বিনিয়োগ ডিজিটাল পরিষেবা, সবুজ শক্তি এবং খুচরা বিক্রেতা-সহ একাধিক ক্ষেত্রে বিস্তৃত হবে ৷" তাঁর দাবি, এই বিনিয়োগের ফলে রাজ্যে এক লক্ষ কর্মসংস্থান তৈরি হবে ।