পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলায় বড় বিনিয়োগ রিলায়েন্স-গোয়েঙ্কা গোষ্ঠীর, মমতার দরাজ প্রশংসা শিল্পপতিদের - BENGAL GLOBAL BUSINESS SUMMIT

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলায় বিনিয়োগের ঘোষণা করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও গোয়েঙ্কা গোষ্ঠী ৷ মুকেশ আম্বানি থেকে ভুটানের মন্ত্রী - সবার মুখে দরাজ প্রশংসা মুখ্যমন্ত্রীর ৷

ETV BHARAT
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা শিল্পপতিদের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2025, 4:38 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর দিনেই একাধিক বিনিয়োগের প্রস্তাব ৷ এই দশক শেষে রাজ্যে 50 হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ পাশাপাশি আগামী কয়েক বছরে বাংলায় 10 হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে ঘোষণা করেছেন আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা ৷ এদিন আম্বানি-গোয়েঙ্কা থেকে শুরু করে ভুটানের মন্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ প্রত্যেকের মুখেই শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ৷

বুধবার ঠিক দুপুর দুটো নাগাদ নিউটাউনে শুরু হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মূল অনুষ্ঠান । এদিন একে একে বক্তব্য রাখেন আইটিসির চেয়ারম্যান সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, ভুটানের মন্ত্রী ইয়নটেন ফুনসুক, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়, ফিকির চেয়ারম্যান হর্ষবর্ধন আগরওয়াল, জিন্দাল গোষ্ঠীর সজ্জন জিন্দাল, মুকেশ আম্বানি-সহ অন্যান্য আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷

এদিন মুকেশ আম্বানি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অর্থনীতি ও বাণিজ্যে নবজাগরণ দেখছে বাংলা । তাঁর কথায়, "2016 সালে বাংলায় বিনিয়োগ ছিল 2 হাজার কোটি ৷ 10 বছর পরে এখন 50 হাজার কোটি ৷ এই দশকের শেষ নাগাদ আরও 50 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে । আমাদের বিনিয়োগ ডিজিটাল পরিষেবা, সবুজ শক্তি এবং খুচরা বিক্রেতা-সহ একাধিক ক্ষেত্রে বিস্তৃত হবে ৷" তাঁর দাবি, এই বিনিয়োগের ফলে রাজ্যে এক লক্ষ কর্মসংস্থান তৈরি হবে ।

মুকেশ অম্বানির জানিয়েছেন, বাংলা থেকেই পথচলা শুরু করেছিল জিও । যা এখন দেশের মধ্যে একনম্বরে । বাংলায় এখনও পর্যন্ত জিও স্টোর রয়েছে 1300 টি। আগামী বছর আরও 400 স্টোর হবে বলে জানালেন রিলায়েন্স কর্তা । পাশাপাশি এআই রেডি ডেটা সেন্টার হবে । দিঘায় হবে কেবল ল্যান্ডিং স্টেশন । মুকেশ আম্বানি এদিন সোনার বাংলার জন্য সোলার বাংলা প্রকল্পের ঘোষণা করেন।

তিনি আরও বলেন, "প্রত্যেকবার এখানে আসার আগে আমি ভাবি, আগের বারের থেকে ভালো হবে না । প্রতিবার আমি ভুল প্রমাণিত হই । প্রত্যেকবার গ্লোবাল সামিট আরও বড় হয় । মুখ্যমন্ত্রী প্রতিদিন 64,000 স্টেপ হাঁটেন, এটাই তাঁর এনার্জি । মহিলা এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে রাজ্যের ভূমিকা গোটা দেশের অনুসরণ করা উচিত । বাংলার অ্যাসেট তার মানুষ । তাদের দক্ষতা ।" রিলায়েন্স সবসময় বাংলার নির্ভরযোগ্য অংশীদার থাকবে বলে প্রতিশ্রুতি দেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ৷

এদিন সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, "আমরা স্বাস্থ্যসেবা, শক্তি এবং শিক্ষায় 10 হাজার কোটি টাকা বিনিয়োগ করব ৷" তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেছেন, "আমরা এখন একটি ভিন্ন বাংলায় বাস করি, যা পরিবর্তিত ।" তাঁর মতে, মুখ্যমন্ত্রী সর্বদা সহজলভ্য, দ্রুত এবং স্বচ্ছ সিদ্ধান্ত নেন ।

ABOUT THE AUTHOR

...view details