শিলিগুড়ি, 11 জুলাই: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ফের সাসপেন্ড রেলকর্মী ৷ এবার সাসপেন্ড করা হল রাঙাপানির স্টেশন মাস্টারকে । দুর্ঘটনার পর 19 জুন ক্লোজ করা হয় তাঁকে ৷ রেল সূত্রে খবর, কর্তব্যে গাফিলতি ও তথ্য চেপে যাওয়ার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে স্টেশন মাস্টার নিরজ তিওয়ারিকে । এর আগে, তিনজনকে এই ঘটনায় সাসপেন্ড করা হয় ৷ ওই চারজন ছাড়াও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় সাসপেন্ড করা হতে পারে আরও চারজনকে ।
জানা গিয়েছে, টানা তিন দিন উত্তর-পূর্ব সীমান্ত রেলের হেড কোয়ার্টার মালিগাঁওতে ওই দুর্ঘটনার তদন্ত করেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ । সোম থেকে বুধবার পর্যন্ত তিনি টানা জিজ্ঞাসাবাদ করেন রেলকর্মীদের । জিজ্ঞাসাবাদ পর্বের পরেই প্রথমে মালগাড়ির গার্ড বিকে শর্মা, রাঙাপানির সিগন্যাল টেকনিশিয়ান তপন সিংহ ও একজন ট্র্যাক টেকনিশিয়ানকে সাসপেন্ড করা হয়েছিল । এবার রাঙাপানির স্টেশন মাস্টারকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর । পাশাপাশি রাঙাপানি স্টেশনের অধীন দু'জন পয়েন্টস ম্যান ও দু'জন গেটম্যানকেও সাসপেন্ডের পথে রেল কর্তৃপক্ষ ।