পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাড়িজুড়ে রাম-কাহিনীর পটচিত্র, সীতার নামে উৎসর্গ করতে অযোধ্যা রওনা শিল্পীর

Ramayana Describes on Saree by Weaver Artist: একবছরের পরিশ্রমে রামায়ণের কাহিনী পটচিত্রের মাধ্যমে শাড়ির উপরে ফুটিয়ে তুলেছেন নদিয়ার হবিবপুরে এক তাঁত শিল্পী ৷ পিকুল রায় নামে ওই তাঁত শিল্পী ওই শাড়ি নিয়ে রওনা দিয়েছেন অযোধ্যার উদ্দেশে ৷ রাম মন্দিরে দেবী সীতার জন্য সেই শাড়ি উৎসর্গ করতে চান তিনি ৷

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 1:57 PM IST

ETV BHARAT
ETV BHARAT

সীতার নামে উৎসর্গ করতে অযোধ্যা রওনা শিল্পীর

হবিবপুর, 20 জানুয়ারি: এক বছরের অক্লান্ত পরিশ্রমে শাড়ির উপর পটচিত্রে ফুটিয়ে তুলেছেন রামায়ণের কাহিনী ৷ এবার সেই শাড়ি অযোধ্যার রাম মন্দিরে সীতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রওনা দিলেন নদিয়ার রানাঘাটের হবিবপুরের তাঁত শিল্পী পিকুল রায় ৷ শাড়িটি বিক্রির জন্য প্রচুর টাকা প্রস্তাব পেয়েছিলেন পিকুল ৷ কিন্তু, তিনি শাড়িটি বিক্রি করেননি ৷

পিকুল রায় দীর্ঘদিন ধরে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ৷ তার নিজের একটি শাড়ির দোকান রয়েছে ৷ এক বছর আগে থেকেই শুরু করেছিলেন এই শাড়িটি তৈরি করা ৷ কোনরকম প্রিন্ট বা ছাপা নয়, শাড়ির উপর নিজের কর্মদক্ষতায় ফুটিয়ে তুলেছেন রামায়ণের কাহিনী ৷ যেখানে রয়েছে রাম এবং সীতার পাশাপাশি, তাঁদের বনবাসের কাহিনী ৷ উল্লেখ্য, আর দু’দিন পরেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে ৷ ইতিমধ্যে, দেশজুড়ে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়েছে ৷

পিকুল রায় এবং তাঁর দাদা অনন্ত রায় নদিয়া থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দিয়েছেন ৷ অযোধ্যায় পৌঁছে তাঁরা সেই শাড়িটি মন্দিরে অধিষ্ঠিত দেবী সীতার জন্য উৎসর্গ করতে চান ৷ পিকুল রায় বলেন, "প্রায় এক বছর আগে আমার এই চিন্তাভাবনা আসে ৷ যদি রামায়ণের কাহিনী শাড়ির উপর ফুটিয়ে তোলা যায় ৷ সেই উদ্দেশ্য নিয়েই আমি এক বছর আগে থেকে এই শাড়ি তৈরি করতে শুরু করি ৷ শাড়িটি তৈরি হওয়ার পর অনেকে শাড়িটি অতিরিক্ত দাম দিয়ে কিনতে চেয়েছিল ৷ কিন্তু, আমি এই শাড়িটা অযোধ্যার রাম মন্দিরে দেবী সীতার নামে দান করতে চাই ৷"

পিকুল রায়ের দাদা অনন্ত রায় বলেন, "ভাই বিষয়টি আমাকে জানানোর পর অত্যন্ত খুশি হই ৷ সে নিজের হাতে রামায়ণের ইতিহাস বর্ণনা করেছে ৷ শাড়িটি রাম মন্দিরে দান করবে ৷ সেই কারণে আমিও ভাইয়ের সঙ্গে রওনা দিচ্ছি ৷ পিকুল রায়ের এই উদ্যোগে খুশি তাঁর প্রতিবেশীরাও ৷ তারা পিকুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৷ তিনি যাতে সফলভাবে অযোধ্যার রাম মন্দিরে পৌঁছে শাড়িটি দান করতে পারেন, সেই প্রার্থনাও করছেন ৷

শুক্রবার রাতে হবিবপুর রেল স্টেশন থেকে পিকুল রায় এবং তাঁর দাদা রওনা দিয়েছেন ৷ তবে, তাঁদের কাছে ট্রেনের টিকিট নেই ৷ তাই সমস্যা হবে তা জানেন ৷ কিন্তু, রেল কর্তৃপক্ষকে অনুরোধ করে হলেও, অযোধ্যার রাম মন্দিরে পৌঁছানোর চেষ্টা করবেন বলে জানান তাঁরা ৷ পাশাপাশি, তাঁদের যাতে সাহায্য করা হয় অযোধ্যা পৌঁছাতে সেই অনুরোধও করেছেন পিকুল রায় ৷

তবে, শুধু এরাজ্যের পিকুল নন ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন একাধিক ভক্ত রাম মন্দির এবং সেখানে অধিষ্ঠিত দেবতার জন্য নানান জিনিস নিয়ে অযোধ্যায় পৌঁছাচ্ছেন ৷ তেমনি ছবি দেখা গিয়েছে বারাণসীতে ৷ এক ব্যক্তি শাড়িতে রামায়ণের কাহিনী ফুটিয়ে তুলেছেন ৷ সেটি নিয়ে অযোধ্যায় পৌঁছেছেন ওই ব্যক্তি ৷ অন্যদিকে, রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ঝাঁ চকচকে করে তোলা হয়েছে অযোধ্যাকে ৷ শহরের রাস্তাঘাট জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলা হয়েছে ৷ ফুল দিয়ে মন্দিরের আশেপাশের এলাকা সাজিয়ে তোলা হচ্ছে ৷ অযোধ্যার এক অনন্য রূপ ফুটে উঠেছে রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে কেন্দ্র করে ৷

আরও পড়ুন:

  1. পিঠে-লাড্ডু-সুগন্ধি-ধনুক; রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায়
  2. মন্দির উদ্বোধনে ভগবানের নৈবেদ্যে স্থান পাচ্ছে কলকাতার 'রাম পিঠে'
  3. অযোধ্যা স্থানীয়দের ফোনের রিংটোন বা কলার টিউন এখন রামময়

ABOUT THE AUTHOR

...view details