মালদা ও দার্জিলিং, 21 এপ্রিল: "সিএএ আইন বন্ধ করার অধিকার কোনও রাজ্যের নেই ৷" নালাগোলার জনসভা থেকে মমতাকে এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি বলেন, "আমাদের প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনও পার্থক্য নেই । আমরা নাগরিকত্ব আইন আনার কথা বলেছিলাম । সিএএ আইন লাগু হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, উনি নাগরিকত্ব আইন বন্ধ করে দেবেন । আসলে উনি পশ্চিমবঙ্গের মানুষের চোখে ধুলো দিচ্ছেন । নাগরিকত্ব আইন বন্ধ করার অধিকার কোনও রাজ্যের কাছে নেই ।"
রবিবার ইন্দো-বাংলা সীমান্ত এলাকা নালাগোলায় দলীয় প্রার্থী খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে জনসভা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ জনসভায় কেন্দ্র ও রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি ৷ রাজনাথ বলেন, "বিজেপি ক্ষমতায় আসার পর বিশ্ব দরবারে ভারতবর্ষের কদর বেড়েছে । অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রদায়িতকতার জন্য পরিচিত হচ্ছে । বিজেপি সরকার মহিলাদের জন্য 33 শতাংশ সংরক্ষণ করছে, আর তৃণমূল সরকারের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে । পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই । বিজেপির সরকারের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই । অথচ তৃণমূল সরকারের বিরুদ্ধে ভুরিভুরি দুর্নীতির অভিযোগ । তৃণমূল সরকারের মন্ত্রীরা জেলের পেছনে রয়েছে । আসলে খাদির আড়ালে লুট করা হচ্ছে ৷"