কলকাতা, 15 জুলাই: লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরানো হয়েছিল রাজীব কুমারকে। তার পরিবর্তে আনা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। নির্বাচন পর্ব মিটতেই ফের রাজ্য পুলিশের ডিজি পদে দেখা যাবে রাজীব কুমারকে। সোমবার নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় ৷ সেখানেই জানানো হয়েছে, রাজীব কুমারকেই রাজ্য পুলিশের ডিজি পদে ফিরিয়ে আনা হল ৷
লোকসভা নির্বাচনের আগে গত 18 মার্চ রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন ৷ রাজীব কুমারকে ডিজি পদে ফেরানোর পাশাপাশি সঞ্জয় মুখোপাধ্যায়কে ফেরানো হল ডিজি দমকল পদে। বর্তমানে তিনি রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের সচিবের দায়িত্ব সামলাচ্ছেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই রাজ্য পুলিশের সদর দফতর ভবানীভবনে তিনি ফের পদে আসীন হবেন।
লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরানো হয়েছিল রাজীব কুমারকে। তার পরিবর্তে আনা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। লোকসভা নির্বাচন মিটতেই মঙ্গলবার থেকে আগের ভূমিকায় দেখা যাবে রাজ্য রাজিবকে। জানা গিয়েছে, সোমবার নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানেই বলা হয়েছে, রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে ফিরিয়ে আনা হল। পাশাপাশি বর্তমান ডিজিপি সঞ্জয় মুখোপাধ্যায়কে ফেরানো হল আগের ডিজি দমকল পদে।
রাজীব কুমার এখন রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের সচিবের দায়িত্ব সামলাচ্ছেন। এবার তিনি ফিরছেন রাজ্য পুলিশের সদর দফতর ভবানীভবনে। কয়েক মাসের ব্যবধানে আরও একবার ডিজিপি পদ গ্রহণ করবেন। তবে এরকমটা যে ঘটতে চলেছে তার একটা ইঙ্গিত মিলেছিল কিছু দিন আগে।সম্প্রতি রাজীব উত্তরবঙ্গে সফর করেন। এই বিষয় আইপিএস মহলের একাংশের দাবি ছিল এটি রাজীব কুমারের ব্যক্তিগত সফর। অন্যদিকে, আইপিএস মহলের অন্য একটি অংশ দাবি করে ক্রমেই উত্তরবঙ্গে বিভিন্ন অসামাজিক কর্ম ঘটে। এর জন্য এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। সেই জন্যই রাজীব কুমার আগে থেকেই সেখানে গিয়ে সেখানকার পদস্থ পুলিশকর্তাদের সঙ্গে এক প্রকার বৈঠক করেন। এবার ডিজির দায়িত্বে আসায় সেই দাবি আরও জোরালো হল।
ভোট পরবর্তী হিংসা ঠেকানোর দায় রাজ্যের, বললেন রাজীব কুমার