কলকাতা, 19 জুলাই:চিঠির পালটা চিঠি এল। তবু তৃণমূল বিধায়কদের শপথ নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটল না ৷ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ ও গেজেট নোটিফিকেশন জারি হওয়ার পর চার বিধায়কের শপথের ব্যাপারে রাজভবনকে চিঠি দিয়েছিল পরিষদীয় দফতর ৷ একই সঙ্গে বিধানসভার তরফ থেকেও বিধায়কদের শপথ নিয়ে চিঠি দেওয়া হয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। পালটা বৃহস্পতিবার রাতেই রাজভবনের তরফ থেকে একাধিক প্রশ্নাবলী সম্বলিত চিঠি পাঠানো হয়েছে রাজ্য বিধানসভায় ৷
সেই চিঠিতে রাজভবনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, শেষ বার উপনির্বাচনে জেতা দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথের সময় শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুমতি দেওয়া হয়েছিল উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে ৷ উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকারই কি তাঁদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন ? বিভিন্ন সংবাদপত্র মারফত রাজ্যপাল জানতে পেরেছেন ডেপুটি স্পিকারের বদলে স্পিকার দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন- এটা কি ঠিক ? যদি ঠিক হয়, তাহলে কেন করা হল ?
রাজ্যপালের পাঠানো এই চিঠি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, অধ্যক্ষের তরফ থেকেও পালটা চিঠি দেওয়া হয়েছে রাজভবনকে ৷ বিধানসভার সূত্র বলছে, সেই চিঠিতে অধ্যক্ষ স্পষ্ট করেছেন, দুই বিধায়কের শপথের ক্ষেত্রে প্রথমে উপাধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ করা হয়েছিল ৷ কিন্তু তিনি অধ্যক্ষের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করাতে রাজি হননি ৷ এই অবস্থায় বিধানসভার রুলবুক মেনেই তাঁদের শপথ অনুষ্ঠিত হয়েছে ৷
ইটিভি ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়েছিল ৷ তিনি এই বিষয়ে কিছু বলতে রাজি হননি ৷ শুধু এইটুকু জানা গিয়েছে, চার বিধায়কের শপথ নিয়ে সমাধানের কোনও দিশা দেখাতে পারেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ ফলে যে জটিলতা নিয়ে আলোচনা চলছে, তা অব্যাহত রয়েছে ৷
তবে এই বিতর্ক থেকে বেরনোর একটা পথ রয়েছে বলে মনে করছে রাজ্য বিধানসভা ৷ কারণ আগামী সোমবার থেকেই যেহেতু বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে ৷ সেক্ষেত্রে অধিবেশন চলাকালীন বিধায়কের শপথ বাক্য পাঠ করাতে কোনও বাধা নেই অধ্যক্ষের ৷ শেষ পর্যন্ত রাজভবনের অনুমোদন না পেলে বিধানসভার অধিবেশনে এই চার বিধায়কের শপথ অনুষ্ঠান হয়ে যেতে পারে। এখন দেখার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা উপনির্বাচনে জয়ী চার বিধায়কের ক্ষেত্রেও সেই একই পথে হাঁটেন কি না ৷