কলকাতা, 9 এপ্রিল: ধেয়ে আসছে কালবৈশাখী ৷ উত্তরবঙ্গবাসীর উদ্দেশে এমনই খবর শোনাল হাওয়া অফিস ৷ আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে চলেছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে । সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া ৷ ওই সময় সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর ৷
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হয়ে চলেছে । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে গরমের উত্তাপ কম অনুভূত হচ্ছে ৷ মূলত ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়ায় এই বদল বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ চৈত্র শেষে দহনের বদলে মিলছে মেঘ বৃষ্টি ।
তবে শুধু উত্তরবঙ্গই নয়, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে আপাতত স্বস্তিতে থাকবেন দক্ষিণবঙ্গের মানুষও ৷ ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এ রাজ্যের বাতাসে প্রবেশ করেছে । যার ফলে দিনভর দফায় দফায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ বাংলার উপকুলবর্তী জেলাগুলিতেও সন্ধ্যায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, আপাতত তাপপ্রবাহের পরিস্থিতি নেই ।