কলকাতা, 6 এপ্রিল:অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ ৷ বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ ৷ পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে আজ ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে । আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে ৷ পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সন্ধ্যার পরে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আজ শনিবারও তাপপ্রবাহের ইঙ্গিত বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ৷ পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ৷ সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইবে।
আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে । সঙ্গে ঘণ্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে । সোমবারও ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে ৷