পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাদ্রাসা পরীক্ষার কথা মাথায় রেখে মালদা জেলায় ন্যায় যাত্রা বন্ধ করলেন রাহুল গান্ধি - রাহুল গান্ধি

Rahul Gandhi stopped Nyaya Yatra in Malda: সকাল 11টার আগেই তাঁর কনভয় নিঃশব্দে পেরিয়ে যায় মালদা জেলার সীমানা ৷ বুধবার মালদা জেলায় ন্যায় যাত্রা করেছেন রাহুল ৷ প্রথম পর্বে হরিশ্চন্দ্রপুরে কিছু সমস্যা হয়েছে ৷ তাঁর নিরাপত্তা রক্ষীরা তাঁকে কোথাও বক্তব্য রাখতে দেননি ৷ প্রিয় নেতাকে একবার চোখের দেখা দেখতে না পেয়ে ধৈর্যের বাঁধ ভেঙেছে কংগ্রেস কর্মী-সমর্থকদেরও ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 5:46 PM IST

মালদা, 1 ফেব্রুয়ারি: কথা ছিল বৃহস্পতিবার তিনি সুজাপুরের হাতিমারি ময়দান থেকে বেরিয়ে কালিয়াচক ও বৈষ্ণবনগরে জনসংযোগ করে মুর্শিদাবাদের ফরাক্কায় চলে যাবেন ৷ কিন্তু এদিন থেকেই শুরু হল মাদ্রাসা পরীক্ষা ৷ তাই নিজের ভারত জোড়ো ন্যায় যাত্রা মালদার দুটি ব্লকে আর করলেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

সকাল 11টার আগেই তাঁর কনভয় নিঃশব্দে পেরিয়ে যায় মালদা ৷ বুধবার মালদা জেলায় ন্যায় যাত্রা করেছেন রাহুল ৷ প্রথম পর্বে হরিশ্চন্দ্রপুরে কিছু সমস্যা হয়েছে ৷ তাঁর নিরাপত্তা রক্ষীরা তাঁকে কোথাও বক্তব্য রাখতে দেননি ৷ প্রিয় নেতাকে একবার চোখের দেখা দেখতে না পেয়ে ধৈর্যের বাঁধ ভেঙেছে কংগ্রেস কর্মী-সমর্থকদেরও ৷ তাঁরা রাহুলের ছবি দেওয়া ফ্লেক্স, দলীয় ব্যানার-পতাকা ছিঁড়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁদের বক্তব্য, গত এক মাস ধরে তাঁরা এই দিনটির অপেক্ষায় বসেছিলেন ৷ কখন তাঁদের প্রিয় নেতাকে দেখতে পাবেন ৷ কিন্তু রাহুলকে তাঁরা দেখতেও পেলেন না ৷

তবে ওইদিনই রতুয়ার দেবীপুর থেকে শুরু হওয়া ন্যায় যাত্রার দ্বিতীয় পর্বের গোটাটাই ছিল রাহুলময় ৷ যে পথ ধরে তিনি এগিয়েছেন, মানুষের ভিড় আছড়ে পড়েছে রাস্তার দু’ধারে ৷ সন্ধেয় মালদা শহরেও দেখা গিয়েছে একই ছবি ৷ সুজাপুরের হাতিমারি ময়দানে তাঁর রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছিল ৷ তাঁর সেখানে পৌঁছোতে রাত 11টা গড়িয়ে যায় ৷ সেখানে নিজের বাসেই রাত কাটান রাহুল ৷

কংগ্রেসের এই প্রাক্তন সভাপতিকে দেখতে না পেয়ে এদিনও হতাশ হয়েছেন কালিয়াচকের রহমান শেখ, বৈষ্ণবনগরের স্বাধীন মণ্ডলরা ৷ তবে মাদ্রাসা পরীক্ষার্থীদের কথা ভেবে নেতার এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন তাঁরা ৷ রহমান বলেন, “এটা ঠিক, আমরা অনেকদিন ধরেই রাহুল গান্ধিকে দেখার অপেক্ষায় ছিলাম ৷ কিন্তু আজ থেকে মাদ্রাসা পরীক্ষা শুরু ৷ শুনেছি, পরীক্ষার্থীদের কথা ভেবে রাহুলজি নিজেই আজকের কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাঁর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই ৷ আশা করছি, লোকসভা নির্বাচনের আগে আমরা ফের তাঁর দেখা পাব ৷”

জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার জানিয়েছেন, "মাদ্রাসা পরীক্ষার্থীদের কথা ভেবে ন্যায় যাত্রার পূর্ব নির্ধারিত সূচির খানিকটা রদবদল করা হয়েছে ৷ রাহুলজির কনভয় আজ নিঃশব্দেই কালিয়াচক এবং বৈষ্ণবনগর এলাকা পেরিয়ে গিয়েছে ৷ জেলার এই এলাকায় মাদ্রাসা পরীক্ষার্থীদের সংখ্যা বেশি ৷ আজ 11টা 45 মিনিট থেকে তাদের পরীক্ষা শুরু হয়েছে ৷ পরীক্ষা কেন্দ্রে পৌঁছোতে তাদের যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য রাহুলজিই এই সিদ্ধান্ত নিয়েছেন ৷"

আরও পড়ুন

মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায় যাত্রা, প্রথমেই বিড়ি মহল্লায় পা রাহুলের

রাহুলের ন্যায় যাত্রায় মানুষের ঢলই কি মমতাকে পদযাত্রায় বাধ্য করল ? প্রশ্ন রাজনৈতিক মহলে

সঠিক সময়ে দূরের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো নিয়ে চিন্তায় মাধ্যমিক পরীক্ষার্থীরা

ABOUT THE AUTHOR

...view details