কলকাতা, 6 সেপ্টেম্বর:মাঝে আর মাত্র এক মাস । দোরগোড়ায় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো । বর্ষার মরসুম গিয়েছে । বৃষ্টির কারণে শহরের রাস্তার একটা বড় অংশে ক্ষতি হয়েছে ৷ পুজোর আগেই পূর্ত দফতর সেই ক্ষতি মেরামতের প্রক্রিয়া শুরু করবে ।
উৎসবের মরশুমের আগে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের উদ্যোগ পূর্ত দফতরের - PWD meeting at nabanna - PWD MEETING AT NABANNA
Pulak Roy holds meeting at Nabanna: উৎসবের মরশুমের আগেই বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি মেরামতের কাজ সেরে ফেলবে পূর্ত দফতর ৷ এই নিয়ে আজ নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় ।
Published : Sep 6, 2024, 7:57 PM IST
শুক্রবার নবান্নে এই নিয়ে একটি বৈঠকে বসেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় । এই বৈঠকে দফতরের সচিব ও আধিকারিকেরাও উপস্থিত ছিলেন । দফতর সূত্রে যতটুকু জানা গিয়েছে, এই বৈঠক থেকেই খারাপ হয়ে যাওয়া রাস্তা দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে । দফতরের এক আধিকারিকের কথায়, এই মুহূর্তে রাজ্যের অধিকাংশ রাস্তার হাল বেশ ভালো । আশি শতাংশ রাস্তাতেই নতুন করে কোনও সংস্কারের প্রয়োজন পড়বে না । মাত্র কুড়ি শতাংশ রাস্তায় সামান্য কিছু প্যাচওয়ার্ক করলেই চলবে বলে জানানো হয়েছে ।
আজ বৈঠকে মন্ত্রী নির্দেশ দিয়েছেন, কলকাতা থেকে জেলা কোথায় কোথায় এই ধরনের রাস্তা সংস্কারের প্রয়োজন রয়েছে, সে বিষয়ে দ্রুত একটি রিপোর্ট তৈরি করে তাঁর কাছে জমা দিতে । এই রিপোর্ট জমা পড়লেই সংস্কারের কাজ শুরু হয়ে যাবে যুদ্ধকালীন তৎপরতায় । তবে তিনি মনে করছেন, এক্ষেত্রে সরকারের খুব বেশি খরচ হবে না । কারণ আগে রাস্তা তৈরি করলে তিন বছর পর্যন্ত তা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকত রাস্তা নির্মাণকারী সংস্থা । এখন সেটা সময়টাকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে । অধিকাংশ ক্ষেত্রেই এই খরচ করতে হবে বরাত পাওয়া সংস্থাগুলিকেই । এরপরেও যদি কিছু কিছু ক্ষেত্রে সরকারি খরচের প্রয়োজন হয়, তবে তা পূর্ত দফতর বরাদ্দ করবে বলে জানা গিয়েছে ।