কলকাতা, 13 অক্টোবর: হাঁটতে পারেন না ৷ চলার জন্য হুইল চেয়ার একমাত্র ভরসা ৷ কিন্তু, অদম্য মনের জোর ৷ আর সেই জোরেই জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন 67 বছরের বৃদ্ধা নওরীন শেখ ৷
পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা নওরীন আরজি কর ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সামিল ছিলেন ৷ বাড়ি বসে আন্দোলনের সমস্ত খবর রাখেন তিনি ৷ কিন্তু, জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন শুরু হওয়ার পর ঠিক করেন ঘরে বসে নয়, বাকিদের মতো তাঁকেও এই ঘটনার প্রতিবাদ করতে হবে রাস্তায় নেমে ৷ আর তাই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উৎসাহিত করতে ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে কলকাতায় আসেন তিনি ৷
ইটিভি ভারতের প্রতিনিধিকে নওরীন জানান, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করতে কয়েকশো কিলোমিটারের পথ অতিক্রম করে কলকাতায় এসেছেন তিনি ৷ তিনি বলেন, "আরজি করের ঘটনা হৃদয় বিদারক ৷ এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি হওয়া উচিত ৷ তদন্তে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে ৷ তারপরও এখনও পর্যন্ত দোষীরা শাস্তি পেল না ৷ মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাঁদের কতটা ক্ষোভ ৷ ঘটনার সুবিচার হলেই জনগণের এই ক্ষোভ শান্ত হবে ৷"
সময়ের সঙ্গে সঙ্গে আরজি কর ঘটনার প্রতিবাদের ঝাঁঝ আরও তীব্র হয়েছে ৷ পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির দাবি-সহ 10 দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন জুনিয়র ডাক্তাররা ৷ গত 6 অক্টোবর ধর্মতলায় বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 7 জন জুনিয়র চিকিৎসক অনশন শুরু করেন ৷ পরে সেই সংখ্যা আরও বাড়ে ।