কলকাতা, 23 জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে নতুন করে লড়াইয়ের প্রতিজ্ঞা নিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ বৃহস্পতিবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করলেন চিকিৎসকরা ৷ তাঁর ছবিতে মাল্য দান করে ন্যায় বিচারের লড়াইয়ের শপথ নিলেন জুনিয়র চিকিৎসক অনিকেত, কিঞ্জল-সহ অন্য আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা ৷
বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ নেতাজিকে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের ৷ হাসপাতালের ভিতরে তাঁদের অবস্থান মঞ্চে এই কর্মসূচি পালিত হয় ৷ নেতাজির ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান চিকিৎসকরা ৷ এর পর ন্যায় বিচারের দাবিতে লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ হন সবাই ৷ এই কর্মসূচিতে হাজির ছিলেন হাসপাতালের নার্স, কর্মী থেকে শুরু করে রোগীদের পরিবারের সদস্যরাও ৷
এই কর্মসূচি প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক সৌম্যদীপ রায় বলেন, "নেতাজি সুভাষচন্দ্র বসু আপসহীন ভাবে নতুন সমাজ গড়ার জন্য লড়াই করেছেন ৷ কিন্তু আজ আমরা দেখছি, আমাদের সহকর্মীর উপর যে অত্যাচার হয়েছে তাঁর জন্য ন্যায়বিচার চাইতে গিয়ে 6 মাস কেটে গিয়েছে ৷ তার সঙ্গে সারা ভারতে এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটে চলেছে ৷ তাই আজ নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে তাঁকে স্মরণ করে নতুন সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিচ্ছি আমরা ৷"
গত বছরের 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় সেমিনার রুমে তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় গত 18 জানুয়ারি হাসপাতালেরই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন শিয়ালদা নগর দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস ৷ দোষীকে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেছে আদালত ৷
জুনিয়র চিকিৎসক এবং নির্যাতিতার বাবা-মায়ের দাবি, এই ধর্ষণ ও খুনের ঘটনায় শুধুমাত্র সঞ্জয় নয়, আরও অনেকে যুক্ত ৷ সেই ন্যায় বিচারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷