কলকাতা, 29 অক্টোবর:শুভেন্দু অধিকারীর অভিযোগের জবাব দিতে এবার আসরে তৃণমূলপন্থী জুনিয়র চিকিৎসকদের সংগঠন ৷ সদ্য তৈরি হওয়া সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের মাথায় রাজ্যের শাসকদল তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছিল ৷ মঙ্গলবার সেই অভিযোগ খারিজ করে দিল তৃণমূলপন্থী জুনিয়র চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন । তাদের অভিযোগ, জুনিয়র চিকিৎসকদের নয়া সংগঠনের সদস্যরা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ৷
মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তৃণমূলপন্থী জুনিয়র চিকিৎসকদের সংগঠনের তরফে বলা হয়, "কিছু রাজনৈতিক ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য WBJDA-এর সদস্যদের সমর্থন করছেন । তাহলে তো আমরা সেই এক জায়গায় দাঁড়িয়ে থাকলাম !"
সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্তরা একটি সাংবাদিক বৈঠক করেন । নিজেদের নয়া সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যা হিসেবে দাবি করে তাঁরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সম্পূর্ণ বিরোধিতা করেন । তবে এরপর থেকে এই অ্যাসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন ছবি প্রকাশ পেয়েছে । সেই ছবিতে তাঁদের সঙ্গে দেখা গিয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠদের ৷ সদ্য গঠিত এই অ্যাসোসিয়েশনকে অনেকেই তৃণমূলপন্থী বলে দাগিয়েছিলেন । একই সুর শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও ৷