বকখালি, 16 জানুয়ারি: বকখালির হোটেলে গা ঢাকা দিয়ে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হল না ৷ গত 14 জানুয়ারি, মঙ্গলবার বাঘাযতীনে কলকাতা পুরনিগমের 99 নম্বর ওয়ার্ডের অধীন যাদবপুরে বিদ্যাসাগর কলোনিতে একটি বহুতল বাড়ি প্রথমে সম্পূর্ণ হেলে পড়ে । পড়ে সেটি ভেঙেও পড়ে ৷ দু'দিন পর সেই ঘটনার মূল অভিযুক্ত প্রোমোটার সুভাষ রায়কে গ্রেফতার করেছে পুলিশ ৷
কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগেই বহুতল ফ্ল্যাট বাড়িটির খানিকটা অংশ হেলে গিয়েছিল ৷ তখন ফ্ল্যাটের বাসিন্দারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। এরপর প্রযুক্তির সাহায্যে বাড়িটি সোজা করার কাজ চলছিল ৷ তবে এই কাজের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। সেই কাজ চলার সময় আচমকা পুরোপুরি হেলে পড়ে বাড়িটি ৷ বাড়িটির একতলায় নীচের অংশ ভেঙে পড়ে । জলাজমি বুজিয়ে বাড়িটি তৈরি করা হয়েছিল ৷ এই ঘটনায় নেতাজি নগর থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ ৷ প্রোমোটার সুভাষ রায় ও আট বাসিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় ৷ তারপর থেকেই খোঁজ চলছিল প্রোমোটার সুভাষের ৷ গত দু'দিন ধরে অধরা ছিল মূল অভিযুক্ত ৷