কলকাতা, 18 ডিসেম্বর: রাজ্যে বাম সরকারের আমলে শিক্ষক নিয়োগে স্বজনপোষণের অভিযোগ । পূর্ব মেদিনীপুরে 2009 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সমস্ত নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চের নির্দেশ, দ্রুত জেলাশাসককে সমস্ত নথি বাজেয়াপ্ত করতে হবে । বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে । আইনজীবী মহলের অনুমান, পরবর্তী শুনানিতে জেলাশাসককে সমগ্র নিয়োগ প্রক্রিয়ার তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে আদালতের তরফে ।
নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি আবেদন করেন মৃণালকান্তি মাইতি বলে এক ব্যক্তি ৷ তাঁর অভিযোগ, 2009 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ বোর্ডে উপস্থিত পরীক্ষকদের আত্মীয়রাই বেশি চাকরি পেয়েছেন । তাঁর অভিযোগের প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তৎকালীন শিক্ষা সচিব রিপোর্ট পেশ করে জানান, 2009 সালে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের কোনও আত্মীয় ইন্টারভিউ বোর্ডে ছিলেন না ৷