কলকাতা, 30 জুলাই:প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলার শুনানিতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই কারণে মঙ্গলবার ওই দু’টি মামলার শুনানি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ পরবর্তী শুনানির জন্য তিনি আগামী 17 সেপ্টেম্বরের দিনটিকে বরাদ্দ করেছেন ৷ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ উঠে গেলে ফের এই মামলার শুনানি হবে তখন ৷ না হলে তা আবার পিছিয়ে যাবে ৷
প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত রমেশ মালিক ও সৌমেন নন্দী মামলা দু’টির উপরই গত 15 জুলাই স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওক ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চ ৷ কিন্তু এই নিয়ে তদন্তে কোনও হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত ৷ তার পরও আইনজীবীদের একাংশের আশঙ্কা, এর ফলে তদন্তেও প্রভাব পড়বে ৷ আদালতে শুনানি স্থগিত থাকলে তদন্তের গতি মন্থর হতে পারে বলেও মনে করছেন অনেকে ৷
এই মামলা দু’টির তদন্তের সঙ্গে জড়িয়ে রয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের বিষয়টি ৷ এই দু’টি মামলার সূত্র ধরেই বিচারপতি সিনহা ওই সংস্থার সঙ্গে প্রাথমিকে দুর্নীতির সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখতে সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন ৷ এই সংস্থার সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে ৷ এই নিয়ে চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "কিন্তু সিবিআই-ইডি তদন্তে কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত ।"
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত রমেশ মালিক ও সৌমেন নন্দী মামলা দু’টিতে অভিযোগ করা হয় যে 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রায় ৪৬ হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল । বর্তমানে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করছেন তাঁরা । কিন্তু ওই শিক্ষকদের নিয়োগে একাধিক গলদ রয়েছে । পরীক্ষায় ওএমআর কারচুপি-সহ র্যাঙ্ক জাম্পিং-এর মতো একাধিক ঘটনা ঘটানো হয়েছে ৷ চাকরি হয়েছে অর্থের বিনিময়ে ৷