হাবড়া, 13 ডিসেম্বর: পাঁচদিন পর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে ! বাংলাদেশি সংগঠন 'ধর্ষক আজিদা'র নাম করে মহিলার বাড়িতে এমনই পোস্টার লাগানোর অভিযোগ উঠল ৷ শুধু তাই নয়, মদের খালি বোতলও ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার রাতে উত্তর 24 পরগনার হাবরার ঘটনায় আতঙ্কিত ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেয় বাড়িতে একাই ছিলেন মহিলা ৷ তাঁর স্বামী এবং ছেলে কাজে গিয়েছিলেন ৷ অভিযোগ, সেই সময় কেউ বা কারা তাঁর বাড়ির দরজায় ধর্ষণের হুমকি পোস্টার সাঁটিয়ে দিয়ে চলে যায় ৷ পাশে একটি খালি মদের বোতলও ঝুলিয়ে দেওয়া হয় ৷ মহিলার ছেলে এ-ও অভিযোগ করেছেন, বাড়িতে ঢুকে তাঁর ঘর লন্ডভন্ড করে দিয়ে গিয়েছে আততায়ীরা ৷ তবে, সেই সময় অন্ধকার থাকায় সেই কাজ কারা করেছে, তা বোঝা যায়নি ৷
তিনি অভিযোগ করেছেন, পোস্টারটিতে মহিলাকে পাঁচদিন পর রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ৷ হাতে লেখা ওই হুমকি পোস্টারের নীচে 'ধর্ষক আজিদা' বাংলাদেশ বলে উল্লেখ করা হয়েছে ৷ রাতেই মহিলা এবং তাঁর ছেলে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগ পেয়ে পুলিশ মহিলার বাড়িতে গিয়ে পোস্টারটি খুলে নিয়ে আসে ৷