পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

5 দিন পর তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করব ! বাংলাদেশি সংগঠনের নামে মহিলার বাড়িতে পোস্টার - BANGLADESHI RAPE THREAT POSTER

মহিলার বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করার অভিযোগ ৷ বাড়ির বাইরে মদের বোতল ঝুলিয় দিয়ে যাওয়ার অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

BANGLADESHI RAPE THREAT POSTER
বাংলাদেশি সংগঠনের নামে মহিলার বাড়িতে ধর্ষণের হুমকি পোস্টারের অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 7 hours ago

হাবড়া, 13 ডিসেম্বর: পাঁচদিন পর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে ! বাংলাদেশি সংগঠন 'ধর্ষক আজিদা'র নাম করে মহিলার বাড়িতে এমনই পোস্টার লাগানোর অভিযোগ উঠল ৷ শুধু তাই নয়, মদের খালি বোতলও ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার রাতে উত্তর 24 পরগনার হাবরার ঘটনায় আতঙ্কিত ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেয় বাড়িতে একাই ছিলেন মহিলা ৷ তাঁর স্বামী এবং ছেলে কাজে গিয়েছিলেন ৷ অভিযোগ, সেই সময় কেউ বা কারা তাঁর বাড়ির দরজায় ধর্ষণের হুমকি পোস্টার সাঁটিয়ে দিয়ে চলে যায় ৷ পাশে একটি খালি মদের বোতলও ঝুলিয়ে দেওয়া হয় ৷ মহিলার ছেলে এ-ও অভিযোগ করেছেন, বাড়িতে ঢুকে তাঁর ঘর লন্ডভন্ড করে দিয়ে গিয়েছে আততায়ীরা ৷ তবে, সেই সময় অন্ধকার থাকায় সেই কাজ কারা করেছে, তা বোঝা যায়নি ৷

তিনি অভিযোগ করেছেন, পোস্টারটিতে মহিলাকে পাঁচদিন পর রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ৷ হাতে লেখা ওই হুমকি পোস্টারের নীচে 'ধর্ষক আজিদা' বাংলাদেশ বলে উল্লেখ করা হয়েছে ৷ রাতেই মহিলা এবং তাঁর ছেলে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগ পেয়ে পুলিশ মহিলার বাড়িতে গিয়ে পোস্টারটি খুলে নিয়ে আসে ৷

মহিলার ছেলে বলেন, "রাতে কাজ থেকে বাড়ি ফেরার পর দেখি মা-বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছেন ৷ জিজ্ঞাসা করতেই গোটা বিষয়টা জানতে পারি ৷ কাজের তাগিদে আমাকে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয় ৷ বাবাও থাকেন বাড়ির বাইরে ৷ যে সব ভাষায় ওই হুমকি দেওয়া হয়েছে, তা মুখে আনতে পারব না ৷ আমার ঘরে ঢুকেও জিনিসপত্র তছনছ করেছে ৷"

আতঙ্কে রয়েছেন মহিলা নিজেও ৷ তিনি বলেন, "আমি অধিকাংশ সময়ে বাড়িতে একা থাকি ৷ আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই ৷ তবুও, কেন কেউ এই ধরনের পোস্টার লাগিয়ে গেল জানি না ৷ পুলিশকে জানিয়েছি, দেখি কী করে !"

হাবড়া থানার তরফে তদন্ত শুরু করা হয়েছে ৷ প্রাথমিক তদন্তে অনুমান, স্থানীয় কোনও দুষ্কৃতী দল মহিলা এবং তাঁর পরিবারকে ভয় দেখাতে এই কাজ করে থাকতে পারে ৷ তবে, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং সীমান্তে তৈরি হওয়া অস্থিরতার কথা মাথায় রেখে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details