ঘাটাল, 6 জুন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ৷ ভোটের ফলাফল প্রকাশের দিন সন্ধেবেলা থেকেই সেখানে রাজনৈতিক হিংসা চলছে বলে খবর ৷ অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকদের দোকান ভাঙচুর করেছেন শাসকদলের লোকেরা ৷ এরই প্রতিবাদে বিজেপি বিধায়কের নেতৃত্বে দলের কর্মী-সমর্থকরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । যদিও এই নিয়ে পালটা অভিযোগ রয়েছে তৃণমূলের । তাদের বক্তব্য, হেরে গিয়ে ওরা উস্কানিমূলক ঘটনায় সংঘর্ষ তৈরি করছে এলাকায় ।
ঘাটালে কর্মীর দোকান ভাঙচুরে অবরোধ বিজেপির (নিজস্ব ভিডিয়ো) মঙ্গলবার ফল ঘোষণা হওয়ার পর রাতে ঘাটাল ব্লকের দন্দিপুর এলাকায় বিজেপি কর্মীদের মারধর করার পাশাপাশি তাঁদের দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ এনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় তারা অবরোধ তোলে ।
জানা গিয়েছে, গতকাল শ্রীকান্ত কারক নামে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করা হয় । এই দোকান এলাকারই কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । তিনি দলের লোকজন নিয়ে গিয়ে ঘাটাল থেকে খড়ারগামী রাজ্য সড়ক সংলগ্ন দন্দিপুর এলাকায় বিক্ষোভ দেখায় । তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্ত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে । এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ । এই অবরোধের জেরে রাজ্য সড়কে তীব্র যানজট দেখা দেয় । অবশেষে রাত 2টো নাগাদ ঘাটাল থানার পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ ।
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঘাটালের ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাজি । তিনি পালটা বলেন, ঘাটালে বিজেপি হেরেছে ৷ যার জেরে শীতল কপাট উস্কানি দিয়ে এলাকায় এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন । দিলীপ মাজির দাবি, তৃণমূল কংগ্রেস মানুষকে মাথার ছাদ দেয়, কারও বাড়ি ভাঙচুর করে না । পুলিশকে বলব, বিজেপি বিধায়কের উস্কানিমূলক কাজের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুক ৷