পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিশুর পর পোস্ট অফিসের কর্মী, অপহরণের অভিযোগে চাঞ্চল্য দুর্গাপুরে - Kidnapping in Durgapur - KIDNAPPING IN DURGAPUR

Post Office Worker Kidnapped: ফের দুর্গাপুরে অপহরণ ! শিশুর পর এবার রাজস্থানের বাসিন্দা, পেশায় পোস্ট অফিসের কর্মীকে অপহরণের অভিযোগ ৷ ঘটনার তদন্তে নেমেছে কোকওভেন থানার পুলিশ ৷

Kidnapping in Durgapur
পোস্ট অফিসের কর্মীকে অপহরণের অভিযোগ দুর্গাপুরে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 4:45 PM IST

দুর্গাপুর, 18 জুন: মাত্র দু'দিন আগে সন্ধ্যাবেলায় শিশুকে বাইকে চাপিয়ে অপহরণের অভিযোগ ওঠে দুর্গাপুরে ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সকাল দশটা নাগাদ নবওয়ারিয়া গ্রাম থেকে 19 নম্বর জাতীয় সড়ক ওঠার আগেই গাড়িতে বলপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল রাজস্থানের এক যুবককে । তাঁর নাম মাখনলাল মিনা (35) ৷ তিনি পেশায় পোস্ট অফিসের কর্মী ৷ দুর্গাপুরে পরপর অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে ।

যুবককে অপহরণের অভিযোগে চাঞ্চল্য দুর্গাপুরে (ইটিভি ভারত)

দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার নবওয়ারিয়া গ্রামে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন রাজস্থানের বাসিন্দা মাখনলাল মিনা । তিনি দুর্গাপুরে সিটি সেন্টারের পোস্ট অফিসে কর্মরত । প্রতিদিনের মতো মঙ্গলবারও সকাল 10টা নাগাদ নবওয়ারিয়ার বাড়ি থেকে বেরিয়ে মোটর বাইক নিয়ে সিটি সেন্টার পোস্ট অফিসে কাজে যোগ দিতে যাচ্ছিলেন তিনি । অভিযোগ, 19 নম্বর জাতীয় সড়ক থেকে নবওয়ারিয়া গ্রামের মুখে একটি ইনোভা গাড়ি তাঁর মোটর বাইকের পিছনে ধাক্কা মারে । মাখনলাল বাইক থেকে পড়ে গেলে 3-4 জন তাঁকে বলপূর্বক ইনোভা গাড়ির ভেতরে ঢুকিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে চলে যায় বলে অভিযোগ ।

এই ঘটনায় নিমেষে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের নবওয়ারিয়া ও সিটি সেন্টার এলাকায় । একজন প্রত্যক্ষদর্শী যুবকের অপহরণ হয়েছে বলে সামনেই থাকা সিটি সেন্টারের ট্রাফিক গার্ড অফিসে জানান ৷ সেখান থেকে সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থলে আসেন । বিদ্যুৎগতিতে এই খবর ছড়িয়ে পড়তে বহু মানুষ এলাকায় এসে জমায়েত করে । ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ । তদন্ত শুরু করেছে তারা । খতিয়ে দেখা হচ্ছে জাতীয় সড়কের সিসিটিভি ফুটেজও ।

মাখনলাল মিনার বাড়ির মালিক হরেন চন্দ্র ধাড়া বলেন, "মাখনলাল মিনা স্ত্রী ও পুত্র নিয়ে আমার বাড়িতেই ভাড়া থাকতেন । রাজস্থানের বাসিন্দা তিনি । বদলি হয়ে তিনি সিটি সেন্টার পোস্ট অফিসে কাজ করতে আসেন । ইনোভা গাড়িতে তাঁকে বলপূর্বক বসিয়ে অপহরণ করা হয় । এই খবরে আমরা রীতিমতো আতঙ্কিত ! এর আগে কোনও দিন এই এলাকায় এরকম ঘটনা ঘটেনি । আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, দ্রুত ঘটনার তদন্ত করে মাখনলাল মিনাকে উদ্ধার করা হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক ।"

ABOUT THE AUTHOR

...view details