দুর্গাপুর, 18 জুন: মাত্র দু'দিন আগে সন্ধ্যাবেলায় শিশুকে বাইকে চাপিয়ে অপহরণের অভিযোগ ওঠে দুর্গাপুরে ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সকাল দশটা নাগাদ নবওয়ারিয়া গ্রাম থেকে 19 নম্বর জাতীয় সড়ক ওঠার আগেই গাড়িতে বলপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল রাজস্থানের এক যুবককে । তাঁর নাম মাখনলাল মিনা (35) ৷ তিনি পেশায় পোস্ট অফিসের কর্মী ৷ দুর্গাপুরে পরপর অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে ।
দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার নবওয়ারিয়া গ্রামে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন রাজস্থানের বাসিন্দা মাখনলাল মিনা । তিনি দুর্গাপুরে সিটি সেন্টারের পোস্ট অফিসে কর্মরত । প্রতিদিনের মতো মঙ্গলবারও সকাল 10টা নাগাদ নবওয়ারিয়ার বাড়ি থেকে বেরিয়ে মোটর বাইক নিয়ে সিটি সেন্টার পোস্ট অফিসে কাজে যোগ দিতে যাচ্ছিলেন তিনি । অভিযোগ, 19 নম্বর জাতীয় সড়ক থেকে নবওয়ারিয়া গ্রামের মুখে একটি ইনোভা গাড়ি তাঁর মোটর বাইকের পিছনে ধাক্কা মারে । মাখনলাল বাইক থেকে পড়ে গেলে 3-4 জন তাঁকে বলপূর্বক ইনোভা গাড়ির ভেতরে ঢুকিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে চলে যায় বলে অভিযোগ ।