- বোলপুর, 7 সেপ্টেম্বর: 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনে আগত পর্যটকদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল পুলিশ ৷ সেই সঙ্গে, 18 জন পুলিশকর্মীকে নিয়ে চালু হল 'টুরিস্ট পুলিশ গার্ড'। শান্তিনিকেতন ডাকঘরের সামনে ও সোনাঝুরিতে সর্বক্ষণ মোতায়েন থাকবেন তাঁরা । এছাড়া, জরুরি ভিত্তিতে বিশেষ বাইকে করে ঘটনাস্থলে পৌঁছে যাবেন এই ফোর্সের সদস্যরা ৷ শুধুমাত্র পর্যটকেরা নন, ব্যবসায়ীরাও কোন সমস্যায় পড়লে এই 7812001120 হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন । শনিবার এমনই জানালেন বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায় ৷
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বোলপুর-শান্তিনিকেতনে সারা বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন ৷ ইউনেসকো 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দেওয়ায় পর্যটকের সংখ্যা আরও বেড়েছে ৷ বিশেষ করে পর্যটকদের আকর্ষণ সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট ৷ তাই পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে বীরভূম জেলা পুলিশের তরফে শুরু হল 'টুরিস্ট পুলিশ গার্ড' । 18 জন পুলিশকর্মী থাকবে এই দলে ৷
- শান্তিনিকেতন ডাকঘর ও সোনাঝুরি হাটে দুটি দলে ভাগ হয়ে সর্বক্ষণ থাকবে এই গার্ড । যাতে তাঁদের আলাদা করে চিহ্ণিত করা যায়, তার জন্য উর্দির উপরে এক ধরনের হাফ জ্যাকেট পরে থাকবেন গার্ডরা ৷ তাঁদের কাছে থাকবে বিশেষ বাইক ৷ জরুরি ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই টুরিস্ট পুলিশ গার্ড ৷ পর্যটকদের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হল বীরভূম জেলা পুলিশের তরফে ৷ হেল্পলাইন নম্বরটি হল 7812001120৷ পর্যটকেরা সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করলেই দ্রুত মিলবে সহযোগিতা । শুধুমাত্র পর্যটকরা নন, স্থানীয় ব্যবসায়ীরাও কোনও সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করতে পারবেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ৷
- শনিবার সোনাঝুরি হাটে এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বীরভূমের জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) । তাঁর সঙ্গে ছিলেন বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালও ৷ অতিরিক্ত জেলা পুলিশ সুপার বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের পর্যটন শিল্পের উপর খুবই সদয় ৷ তাই এখানে আগত পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য একটি হেল্পলাইন নম্বর ও টুরিস্ট পুলিশ গার্ড পরিষেবা চালু করা হল ৷ সর্বক্ষণ 18 জন পুলিশকর্মী সক্রিয় থাকবেন ৷ কোন সমস্যাও হলে তাঁরা ছুটে যাবেন ঘটনাস্থলে ।"