মালদা, 10 অক্টোবর: পুজোর শহরে নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে মালদা জেলা পুলিশ প্রশাসন ৷ একইভাবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে চাঁচলেও ৷ মহাসপ্তমী থেকেই সেই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ৷ বৃহস্পতিবার বেলা তিনটে থেকে মালদা শহরে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচলও ৷ রাত দুটো পর্যন্ত কোনও যান শহরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না বলেই জানা গিয়েছে ৷ তার জন্য গোটা শহর জুড়ে ড্রপ গেটের ব্যবস্থাও করা হয়েছে ৷
এ প্রসঙ্গে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “এবছর মালদা জেলায় মোট 1707টি দুর্গাপুজো হচ্ছে ৷ এর মধ্যে ইংরেজবাজার ব্লকে হচ্ছে 332টি পুজো আর মালদা শহরে 122টি ৷ অন্যান্য বছরের মতো এবারও মালদা শহর ও চাঁচলে স্পেশাল ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে ৷ এর জন্য 4204 জন পুরুষ সিভিক ভলান্টিয়ার, 557 জন মহিলা সিভিক ভলান্টিয়ার, 500 জন পুরুষ কনস্টেবল, 108 জন মহিলা কনস্টেবল, 246 জন অফিসার ও 15 জন ইন্সপেক্টর ব়্যাঙ্কের অফিসার পুজোর দিনগুলিতে ডিউটি করবেন ৷ বিভিন্ন জায়গায় টহল দেবে সাদা পোশাকের পুলিশ ৷ শহর এলাকায় মহিলাদের নিরাপত্তায় মোটরবাইক নিয়ে তৈরি থাকবে উইনার্স টিম ৷ শহরতলি ও গ্রামীণ এলাকায় থাকবে পিংক পেট্রলিং ৷”