কলকাতা, 16 জুন:সপরিবার এসেছিলেন নিমতলার মন্দিরে পুজো দিতে । গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন গঙ্গার পাড়ে ৷ পুজো দিতে সকলে নেমে গেলেও গাড়ির ভিতরে ছিল এক কিশোর । তখনই ঘটে বিপত্তি ৷ আচমকাই গঙ্গায় গড়িয়ে যায় চার চাকাটি ৷ তবে অল্পের জন্য় বেঁচে গিয়েছে কিশোরটি ৷
পুলিশি তৎপরতায় প্রাণে বাঁচল কিশোর (ইটিভি ভারত) জানা গিয়েছে, রবিবার সকালে নিমতলার ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসেন দক্ষিণ কলকাতার একটি পরিবার ৷ গাড়িটিকে নিউট্রালে গঙ্গার পাড়ে রেখে পুজো দিতে যান সকলে ৷ গাড়ির মধ্যে বসে ছিল এক কিশোর ৷ আচমকাই গাড়িটি গঙ্গার জলে চলে যায় ৷ সেই সময় ঘাটে অনেকে ছিলেন ৷ দাঁড়িয়ে ছিলেন কয়েকজন পুলিশও ৷ গাড়িটিকে ডুবতে দেখে এলাকায় হট্টগোল শুরু হয় ৷
স্থানীয়দের মধ্যে কেউ কেউ আকস্মিকভাবে নদীতেও ঝাঁপ দেন । অবশেষে পুরো ঘটনাটি নজরে আসতেই পুলিশ এসে ওই কিশোরকে গাড়ি থেকে উদ্ধার করেন । তবে ততক্ষণে জলে ডুবে গিয়েছে গাড়িটি ৷ পরে উদ্ধারকারী দল আসে । প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় দড়ি বেঁধে গাড়িটিকে জল থেকে তুলে আনেন তাঁরা । এই ঘটনায় কোনও হতাহত হয়নি । তবে ঘটনার আকস্মিকতায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় । জানা গিয়েছে, গাড়িতে থাকা ওই কিশোর সম্পূর্ণ সুস্থই আছে । গাড়িটিকেও জল থেকে উদ্ধার করা হয়েছে ৷
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ থাকে সাধারণ মানুষের মধ্যে ৷ বিভিন্ন সময়ে পুলিশি অসহযোগিতারও অভিযোগ উঠেছে ৷ কিন্তু তাঁরাও যে মানুষের পাশে দাঁড়াতে পারেন তারই নিদর্শন পাওয়া গেল রবিবার ৷ পুলিশ আধিকারিকরা না থাকলে এদিন বড় বিপত্তি ঘটে যেত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ৷