কুলটি, 17 মে: পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কুলটি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নেহাল কুমার ঘাসি (23)। বৃহস্পতিবার রাত থেকেই ওই যুবক নিখোঁজ ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। শুক্রবার সকালে একটি পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে নেহাল কুমার ঘাসিকে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ কী।
কুলটি থানা এলাকার বাসিন্দা নেহাল কুমার ঘাসি। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক। এরপর এলাকার একটি পুকুরের পাশে বসে কয়েকজনের সঙ্গে মদ্যপান করছিলেন। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেননি নেহাল। রাতেই পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু করা হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন ওই পুকুরের জলে ভেসে উঠেছে নেহাল কুমার ঘাসির দেহ।