পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'অভয়াদের জন্য মানববন্ধন গড়ো', দূরত্ব মেটাতে পুলিশের হাতে রাখি বাঁধলেন চিকিৎসকেরা - Raksha Bandhan 2024

Raksha Bandhan 2024: আরজি কর-কাণ্ডের পর পুলিশ চিকিৎসকদের মধ্যে দূরত্ব মেটাতে অন্যরকম রাখিবন্ধন উৎসব পালন শিলিগুড়িতে ৷ কমিশনার থেকে আধিকারিকদের হাতে রাখি পরালেন হাসপাতাল সুপার থেকে নার্সরা ৷ রাখিতে লেখা রয়েছে বিশেষ প্রতিবাদের বার্তাও ৷

Raksha Bandhan 2024
অন্যরকম রাখিবন্ধন উৎসবের সাক্ষী শিলিগুড়ি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 4:39 PM IST

শিলিগুড়ি, 19 অগস্ট: আরজি কর-কাণ্ড নিয়ে তোলপাড় সারাদেশ । ওই ঘটনার পর চিকিৎসকদের পুলিশের বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়েছে রাজ্যে । দূরত্ব বেড়েছে পুলিশ ও চিকিৎসকদের মধ্যে । আর সেই দূরত্ব ঘোচাতেই এবার চিকিৎসকদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করলেন পুলিশ আধিকারিকেরা । সোমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে এই রাখিবন্ধন উৎসব পালন করা হয় ৷ রাখিতে লেখা বিশেষ বার্তা, 'রাখি পরাও, রাখি পরো, অভয়রা বিচার চায়, অভয়াদের জন্য মানববন্ধন গড়ো' ৷

পুলিশের হাতে রাখি বাঁধলেন চিকিৎসকেরা (ইটিভি ভারত)

এ দিনের উৎসবে অংশ নিতে দেখা গেল শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ও হাসপাতালের সুপার চন্দন ঘোষকে । এই বিষয়ে সি সুধাকর বলেন, "পুলিশ ও চিকিৎসক দু'জনেই একে অপরের পরিপূরক । দু'জনই মানুষের জরুরি পরিষেবার সঙ্গে জড়িত । সেজন্যই আজ আমরা রাখিতে একত্রিত হয়েছি । সবসময় আমরা একে অপরের সঙ্গে মিলে কাজ করব ।"

হাসপাতালের সুপার চন্দন ঘোষ বলেন, "আমাদের প্রতিবাদ পুলিশের বিরুদ্ধে সেটা সম্পূর্ণ ঠিক নয় । আমরা ন্যায়বিচার চাইছি । বিচারটা পরিশেষে চাওয়াটা হচ্ছে পুলিশ, আদালত ও সরকারের কাছে । রাখি ভাতৃত্বের বন্ধন । পুলিশ আর চিকিৎসক সবসময় একে অপরের পাশে থেকেছে । যে দুর্ঘটনাটা ঘটেছে তার বিচার অবশ্যই চাই । আর রাখিতেও সেটাই আমরা করছি ।"

কমিশনারের সঙ্গে ডিসিপি, এসিপি, আইসি থেকে একাধিক পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন এ দিনের রাখিবন্ধন উৎসবে । পাশাপাশি হাসপাতালের নার্স, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত ছিলেন । পুলিশ কমিশনার সি সুধাকর রাখি পরিয়ে দেন হাসপাতালের সুপার চন্দন ঘোষের হাতে ৷ তবে রাখিতেও নির্যাতিতার প্রতি ন্যায়ের দাবি জানিয়েছেন চিকিৎসকেরা ।

পুলিশ কমিশনার রাখি বাঁধছেন হাসপাতাল সুপারকে (নিজস্ব ছবি)

আরজি করের ঘটনায় একদিকে সিবিআই তদন্ত শুরু করেছে । অন্যদিকে, আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করেছে একাধিক আন্দোলনকারীদের । তবে প্রতিবাদে এখনও সরব রয়েছে চিকিৎসকমহল । প্রতিটি হাসপাতালে চলছে চিকিৎসকদের প্রতিবাদ । কর্মবিরতি পালন থেকে আউটডোর পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা ।

নার্সদের হাতে রাখি পরাচ্ছেন মহিলা পুলিশকর্মী (নিজস্ব ছবি)

শহরে শহরে আয়োজিত হচ্ছে চিকিৎসকদের প্রতিবাদ মিছিল । আর সবটাতেই দাবি একটাই, 'ন্যায়বিচার'। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন চিকিৎসকেরা । আর এতে প্রভাব পড়ছে সমাজের মূল ভিত্তি পুলিশ ও চিকিৎসকদের মধ্যে । আর এবার সেই দূরত্ব মেটাতে চিকিৎসকদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করলেন পুলিশ কর্তারা ।

ABOUT THE AUTHOR

...view details