বারুইপুর, 10 মে: ফের আক্রান্ত কর্তব্যরত পুলিশ কর্মী ৷ মাদক উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হন বারুইপুর পুলিশ জেলার পুলিশ কর্মীরা ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ৷ জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বারুইপুরের বৃন্দাখালি পঞ্চায়েতের মাছপুকুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ ৷ তল্লাশি হয় বাবু নামে এক ব্যক্তির বাড়িতে ৷ অভিযোগ, সেই সময় তাঁদের ঘিরে ধরে কয়েক হাজার মানুষ প্রথমে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এরপর লাঠি, রড, বঁটি দিয়ে পুলিশকর্মীদের উপর হামলা করা হয় বলে অভিযোগ ৷ একটি ঘরের মধ্যে আটকে রাখা হয় বলেও অভিযোগ উঠেছে ৷
ঘটনায় 4 জন সাব-ইন্সপেক্টর, 3 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর-সহ মোট 13 জন পুলিশকর্মী জখম হয়েছেন। স্বাভাবিকভাবে ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার বারুইপুর। হামলার খবর পেয়ে এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস এবং আইসি বারুইপুর সমজিৎ রায়ের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী ৷ পুলিশকর্মীদের উদ্ধার করা হয় ৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আক্রান্ত পুলিশকর্মীদের ৷ আহতদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।