পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফুলবাড়িতে জমিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা 'চুটকি' ও তাঁর সহযোগী - TMC Leader Arrest - TMC LEADER ARREST

Land Grabbing Allegations: জমিকাণ্ডে এবার গ্রেফতার শাসকদলের আরও এক নেতা ৷ এসওজি ও পুলিশের অভিযানে ফুলবাড়ির প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি চুটকি সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

Government Land Grabbing Allegations
(বাঁদিক থেকে) জমিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা আহিদ ওরফে 'চুটকি' ও মহম্মদ নাসির (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 3:13 PM IST

Updated : Jul 30, 2024, 3:27 PM IST

শিলিগুড়ি, 30 জুলাই: জমিকাণ্ডে পুলিশের জালে ডাবগ্রাম ফুলবাড়ির এক তৃণমূল নেতা-সহ দু'জন ৷ জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানার পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা তৃণমূল কংগ্রেস নেতা মহম্মদ আহিদ ওরফে 'চুটকি' ও মহম্মদ নাসির। সোমবার রাতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মঙ্গলবার সকালে তাঁদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় ৷

ধৃত তৃণমূল কংগ্রেস নেতা মহম্মদ আহিদ ওরফে 'চুটকি' এবং মহম্মদ নাসির (ইটিভি ভারত)

মহম্মদ আহিদ তৃণমূল কংগ্রেসের ফুলবাড়ির প্রাক্তন অঞ্চল সভাপতি। অন্যদিকে, মহম্মদ নাসির ফুলবাড়ি অঞ্চলের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। জমি দখল কাণ্ডে ধৃত ফুলবাড়ির তৃণমূল নেতা মহম্মদ আহিদ নিজেকে নির্দোষ বলে দাবি করেন ৷ মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ আহিদ বলেন, "আমাকে কেন গ্রেফতার করা হয়েছে, তা জানা নেই ৷ আমি নির্দোষ ৷ আমি জমির দালালি করি না ৷ পুলিশ যে কাউকে সন্দেহ করতে পারে, যে কাউকে গ্রেফতার করতেই পারে ৷ জোর করে চাপিয়ে দিলে হবে না ৷"

মহনন্দা নদীর ঘাট দখল করে বালিপাথর পাচার, সরকারি জমি দখল ও দেবাশিস প্রামাণিকের সঙ্গে মিলে সরকারি ও বেসরকারি জমি দখলের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন রাতে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যার কাছ থেকে মহম্মদ আহিদ ওরফে 'চুটকি'কে গ্রেফতার করেছে পুলিশ। জমি হাতাতে মহম্মফ আহিদকে সাহায্য করার অভিযোগে মহম্মদ নাসিরকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পরে তাদের দু’জনকে তুলে দেওয়ার হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে।

কেন গ্রেফতার ?

দলীয় সূত্রে খবর, গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়িতে শাসকদলের পরাজয় হয় ৷ তারপর অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় চুটকিকে। মাঝে কয়েকটা বছর নিষ্ক্রিয় ছিলেন তিনি। বছরখানেক আগে ফের সক্রিয়ভাবে দলের হয়ে কাজ করা শুরু করেন। ফুলবাড়ির দলীয় কার্যালয়ে নিয়মিত যাতায়াত ছিল তাঁর ।

অঞ্চল সভাপতি থাকাকালীন দেবাশিস প্রামাণিকের মতো নেতাদের সঙ্গে জমি দখল করেছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে মহানন্দা ঘাটের রয়্যালটির মেয়াদ ফুরিয়ে গেলেও নিজের ক্ষমতার বলে ঘাট দখল করে বালি পাথর বিক্রি করে চলছিলেন বলে অভিযোগ। ভূমি ও ভূমি সংস্কার দফতর ও সেচ দফতরের তরফেও সেই অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে মহম্মদ আহিদ-সহ দু’জনকে।

এই বিষয়ে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, "আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, শুধু এই ক'জন নয়। জমিকাণ্ডে তৃণমূলের আরও রাঘব বোয়ালরা জড়িত আছে। তাদের গ্রেফতার করুক।" পাশাপাশি শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, "জমি দখলের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।"

জমি দখল নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকা আগে থেকেই উত্তপ্ত ছিল । ইতিমধ্যে ওই বিধানসভার শাসকদলের 3 নেতা-সহ 4 জন গ্রেফতার হয়েছে । প্রসঙ্গত, এর আগে গাজলডোবার 'ভোরের আলো' এলাকায় সরকারি ও বেসরকারি জমি দখলকাণ্ডে পুলিশ জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য তথা ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, ব্লক কার্যকরী সভাপতি তথা এসজেডিএ'র বোর্ড সদস্য গৌতম গোস্বামীকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই দু'জনই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

Last Updated : Jul 30, 2024, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details