আসানসোল, 11 সেপ্টেম্বর: ভুয়ো লাইসেন্সের কারবারের পাশাপাশি পড়শি রাজ্য থেকে বন্দুক কেনার বেআইনি ব্যবসাও চলছে ৷ সরকারি আধিকারিকদের স্টাম্প নকল ক'রে বন্দুকের ভুয়ো লাইসেন্স তৈরি করে দেওয়ার অভিযোগে গত 7 সেপ্টেম্বর দুর্গাপুরের কোকোভ্যান থানা চারজনকে গ্রেফতার করেছিল ৷ উদ্ধার হয়েছিল একটি আগ্নেয়াস্ত্রও ৷
বন্দুক-সহ গ্রেফতার 4 পাচারকারী (ইটিভি ভারত) ধৃত সেই চারজনের মধ্যে ছিল আসানসোলের কুলটির ভিকি যাদব বলে এক অভিযুক্ত ৷ কুলটি থানার পুলিশ তাকে হেফাজাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবার চাঞ্চল্যকর পর্দা ফাঁস করল ৷ শুধু বন্দুকের ভুয়ো লাইসেন্স নয়, সেই লাইসেন্স নিয়ে বিহার থেকে বন্দুক কিনে গানম্যানের চাকরি করছে বহু মানুষ ৷ লাইসেন্স থেকে শুরু করে বন্দুক কেনা- গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করত এই ভিকি যাদব ৷
এই ঘটনায় কুলটি থানার পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে ৷ এই চারজনই বিভিন্ন সংস্থায় ভুয়ো লাইসেন্স দিয়ে বন্দুক কিনে গানম্যানের কাজ করছিল ৷ উদ্ধার হয়েছে আরও 5টি বন্দুক ও বেশ কয়েকটি তাজা কার্তুজ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিকদের স্বাক্ষর ও স্ট্যাম্প নকল করে বন্দুকের ভুয়ো লাইসেন্স তৈরি করা হত ৷ সেই লাইসেন্স ব্যবহার করে বিহার থেকে বন্দুক কিনে সেই বন্দুক নিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থায় গানম্যানের চাকরি করছে অনেকে ৷ এমনই চাঞ্চল্যকর চক্র ফাঁস হয়েছে কুলটিতে ৷
গত 7 সেপ্টেম্বর দুর্গাপুরের কোকোভ্যান থানার পুলিশ জানিয়েছিল, চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের কাছ থেকে পাওয়া গিয়েছিল প্রচুর পরিমাণে ভুয়ো স্ট্যাম্প ৷ তারা স্বীকার করেছিল যে সরকারি আধিকারিকদের স্ট্যাম্প এবং স্বাক্ষর নকল করে বন্দুকের ভুয়ো লাইসেন্স বের করত ৷ কিন্তু পুলিশের সন্দেহ ছিল এই লাইসেন্স নিয়ে কী হয় ? কুলটি থানার পুলিশ জানতে পেরেছিল এই ভুয়ো লাইসেন্স নিয়ে বিহার থেকে বন্দুক কেনাবেচা হয় ৷
কারা কিনছে এই বন্দুক ? কী কাজে লাগছে ? আর তাতেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ কোকোভ্যান থানায় গ্রেফতার হওয়া কুলটির বাসিন্দা ভিকি যাদবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ভুয়ো লাইসেন্স ব্যবহার করেই বিহারের বিভিন্ন জায়গা থেকে বন্দুক কেনা হতো ৷ সেই বন্দুক আসত বিভিন্ন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা গানম্যানদের হাতে ৷
এভাবেই বেকার যুবকদের নিয়ে ভুয়ো লাইসেন্স বানিয়ে বন্দুক কিনিয়ে গানম্যানের চাকরি দেওয়া হতো ৷ পুলিশ অভিযুক্ত ভিকি যাদবকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বন্দুক কিনেছে এমন চারজন গানম্যানকে গ্রেফতার করেছে ৷ এরা প্রত্যেকেই বেসরকারি সংস্থা নিরাপত্তারক্ষীর কাজ করত ৷
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট সন্দীপ কারকা জানিয়েছেন, ধৃত বাকি চারজন হল শেখ রেফাই, প্রকাশ নোনিয়া, গোপাল কেসরি, জগনারায়ন সিং ৷ ধৃতরা কুলটি থানার ধেমোমেইন, কুলটি ও ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ ধৃতদের কাছ থেকে দু'টি ডাবল ব্যারল বন্দুক, তিনটি সিঙ্গল ব্যারল বন্দুক ও 12 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ৷ ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রটাকে ধরতে চাইছে পুলিশ ৷