পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অসুস্থ নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি ! অভিযোগে গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক

নাবালিকাকে সাপে কামড়িয়েছিল ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সুযোগে তার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে ৷

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Ambulance Driver Arrested
নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক (ইটিভি ভারত)

পাথরপ্রতিমা, 19 অক্টোবর: আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পরেও নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে ৷ এই আবহে এক নাবালিকা স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা এলাকার গদামথুরাপুর স্বাস্থ্য কেন্দ্রে ৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ ৷

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল ওই নাবালিকা ছাত্রীকে সাপে কামড়ায় ৷ এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকার পরিবার তাকে গদা মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ৷ এদিকে নাবালিকার অবস্থার অবনতি হওয়ায় তাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেই সময় ওই গদামথুরাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরের একটি অ্যাম্বুলেন্স চালক যুবক ওই ছাত্রীর শ্লীলতাহানি করে ৷ এরপর নাবালিকা ছাত্রীর পরিবারের সদস্যরা ঢোলাহাট থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে ৷

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঢোলাহাট থানার পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে ৷ অভিযুক্ত ওই অ্যাম্বুলেন্স চালকের নাম পবিত্র মণ্ডল ৷ অভিযুক্ত ওই যুবকের বাড়ি ঢোলাহাট থানার অন্তর্গত দিগম্বরপুর এলাকায় ৷ সুন্দরবন পুলিশ জেলার জেলা পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবক পেশায় অ্যাম্বুলেন্স চালক ৷

গতকাল ওই যুবকের বিরুদ্ধে নাবালিকার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ঢোলাহাট থানাতে ৷ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবারই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয় ৷ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷ অভিযুক্ত যুবককে শনিবার কাকদ্বীপ মহকুমার আদালতে তোলা হবে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ৷

ABOUT THE AUTHOR

...view details