দার্জিলিং, 8 মার্চ: লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের একবার উত্তরবঙ্গে নিজের গড় সুরক্ষিত রাখতে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যে জনসভা ও সরকারি একাধিক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তবে নির্ধারিত সময়ের আগেই শহরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, বিকেল 5টা নয়, তার পরিবর্তে সাড়ে তিনটে নাগাদ মঞ্চে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী মোদি ৷ সূত্রের খবর, অসমে একটি সরকারি কর্মসূচি বাতিল হওয়ায় শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভার সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে ৷
জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি ময়দানে সরকারি অনুষ্ঠান ও তারপর জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে পুলিশ ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সরকারি অনুষ্ঠান ও জনসভার জন্য দু'টো পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রথমে বিকেল পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রীর জনসভায় বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু পরবর্তীতে ওই সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে । শনিবার বিকেল তিনটেয় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে সাড়ে তিনটে নাগাদ তিনি সভাস্থলে পৌঁছবেন। এরপর প্রথমে সরকারি অনুষ্ঠান সারবেন। তারপর জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সভা সেরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন তিনি।
শুক্রবার সভাস্থলে সাংবাদিক বৈঠক করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক দীপক বর্মন-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। রাজু বিস্তা বলেন, "প্রধানমন্ত্রীর সময়সূচি এগিয়ে নিয়ে আসা হয়েছে। সাড়ে তিনটে নাগাদ তিনি সভাস্থলে পৌঁছবেন। দু'টোর মধ্যে সমস্ত দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে সভাস্থলে পৌঁছানোর আবেদন করা হয়েছে। তারপরে নিরাপত্তার কারণে যাতায়াত সাময়িক ব্যাহত হবে।" তিনি জানান, সভাস্থল থেকে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করবেন ।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাকে আলিপুরদুয়ার থেকে প্রার্থী না করে তার পরিবর্তে বিধানসভার চিফ হুইপ বিধায়ক মনোজ টিগ্গাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর তা নিয়ে জন বারলা ও মনোজ টিগ্গার মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টিকিট না পাওয়ার পিছনে বিধায়ক দীপক বর্মন ও মনোজ টিগ্গাকে দায়ী করেছেন জন বারলা। এই বিষয়ে দীপক বর্মন এদিন বলেন, "এটা সম্পূর্ণ দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত। এখানে আমাদের করার কিছু নেই৷ তবে জন বারলা দলেই রয়েছেন। ভালো রয়েছেন।" দলীয় এই মতানৈক্য সরিয়ে শনিবার সদস্যদের চাঙ্গা করতে কী বার্তা দেন সেই দিকে তাকিয়ে সকলে ৷ পাশাপাশি, জনসাধারণের জন্য কী কী প্রকল্পের শিলান্যাস হয়, তাও জানা যাবে শনিবার ৷